–দেখতে দেখতে আজ প্রায় এক বছর হয়ে গেল………
‘
–মোবাইল হাতে কি যেন চেক করছে আয়ুশ…..
আজ ২৫নভেম্বর ……
–এই দিনেই আয়ুশ আর রিধার ব্র্যাক-আপ হয়েছিল ………
–আয়ুশ আজ ফোনবুকের অপ্রয়োজনীয় নাম্বার গুলা চেক করছিল…..
–হঠাৎ ˝R˝ বাটন টিপাতেই স্ক্রীনে ভেসে উঠল রিধার নাম্বার…..
–সামান্য একটা বাটন ˝R˝ আয়ুশকে নিয়ে গেল খুনসটি আর ঝগড়ার মুহুর্ত গুলোতে….
–হাটি-হাটি পা-পা করেই ২বছর ধরে সব ঠিক চলছিল…..
–কিন্তু মাঝপথে এমনটা হওয়ার কথা ছিলনা…..
–রিধা আর আয়ুশ সেইম ক্লাসে পড়ত….
–এডমিশন টেস্টের জন্য দুজন-ই ভাল মত প্রিপারেশন নিচ্ছিল….
–পড়ার মাঝে মাঝে চলতো txt আসা-যাওয়া…..
–মাঝে রেগে যেত রিধা….
–রাগটা ভাংগাতে যেন-তেন চেস্টা করলে হতনা…..
–এদিকে আয়ুশ রাগ ভাংগাতে ফোন দিয়েই যেত তবে তাতেও যেন-তেন ফোন দিলেও হতনা……
–রিধার একটা বধ ইচ্ছা ছিল….
–সেটা হল,স্ক্রীনে অনেক গুলা মিসড কল দেখলে মেয়েটা খুশিতে আত্তহারা হয়ে পড়ত…..তবে সেটা যেন-তেন বা যার-তার মিসড কল না……
–সেটা হতে হবে #জান্টুস আয়ুশের call…
–প্রতি বার রাগ ভাংগাতে আয়ুশের মোবাইলের কীপ্যাড #icR বারোটা বাজতো….
–প্রতি বার ৮০-১০০টা মিসড কল দেখলেই রাগটা শান’ত হত রিধার……
— (যেন-তেন রাগনা কিন্তু…. )
–আর এদিকে আয়ুশ বাবুও একটা ফন্দি আটল…..
–রিধার রাগ উঠলে প্রথম দুইবার ডিরেক্ট কল করত বাকি গুলা খালি মিস কল মেরে মেরে fill-up করত কাং্খিত টার্গেট….
— (টেকনিকটা ভালই ছিল,কি বলেন পাঠকরা?)….. এর পরিণতি কি জানেন?
— নিচে আসেন….
–আয়ুশ একদিন ধরা খেয়ে যাই…..তাই শাস্তি সরুপ টার্গেটটা বেড়েই গেল…
–যেদিন ধরা খেল সেদিন রিধা বলল…
–খুবতো মিস কল দিতে জানো তা দেখেই যাচ্ছি….
–(জিহ্বায় কামড় খেয়ে লাজুক চোখে চুপটি করে আছে আয়ুশ)….
–এত ফেইক টেকনিক কই পাও,হু?
–(ইনসাল্ট সইতে না পেরে লাইন কেটে দেয় আয়ুশ)…..
–৫মিনিট পর txt আসিলো ….
–˝mis call teknikta valoi chilo.tai aj rater moddhe 1000+ mis call diba deki tumi koto mis call diye koto boro mis caller hote paro, otherwise r tmr phn pick up kora hobena,mind it… & love u,janu….
–ওম্মারেম্মা,বলে উঠল আয়ুশ । শেষের #ilu বাক্যটা দেখে গাল বাড়িয়ে তাপ্পড় খাওয়ার মত লাগল আয়ুশের…..
–কি করা আর রিধারে প্রচুর ভালবাসে আয়ুশ….
–যাই হোক,সে দিন সারারাত রাতজাগা মিস call পাখি হয়ে টার্গেট fill up করল আয়ুশ…..
–তারপর থেকে তাদের খুব মাখো-মাখো চলছিল -ship…..
–তার দু-মাস পর একদিন….
— হ্যা….আজকের ২৫ই নভেম্বর….
–সকাল 10am…..
–আয়ুশ তখন ক্লাসে….ফোন আসে রিধার….
–আয়ুশ,তুমি কোথায়?
–এইতো ক্লাসে,কেন?
–তুমি ফ্রী হবা কবে….
–ক্লাসের পর…. কেন কি হয়েছে বল!!
— না,কিছু কথা ছিল… তুমি ফ্রী হয়ে আমাকে ফোন দিও…
–ওকে,আমি এখন ফ্রী আছি,কি বলতেছিলা বল…..
–না,আয়ুশ। আমি এই মুহুরতে বলতে পারবনা কথাটা….
–আরে,নেকামি রাখ,কি হয়েছে বলতো…
(আয়ুশের hurt -বিট বেড়েই চলল)
— তুমি খুব কস্ট পাবে,আয়ুশ….
— বল তুমি…(টেনশন কাকে বলে বুঝতেসে,আয়ুশ)
— ডিসেম্বরের ৫ তারিখ আমার এংগেজম্যান্ট আয়ুশ…..
— (যেই ভাবা সেই কাজ,কথাটা শুনে মাথায় বজ্রপাত ভেংগে পড়ার মত লাগল আয়ুশের…. কিছুক্ষণ চুপ থেকেই লাইন কেটে দেয় আয়ুশ)
— ফোন টা সাইলেন্ট করে,ওয়াশ রুমে গিয়ে পানির টাইপ ছেড়ে শো-শো শব্দের ভীড়ে অঝোর কান্নায় আয়নার সামনে দাড়িয়ে চোখ ভেজাল আয়ুশ…. তাতে কি আর ফিরবে যেন-তেন ভালবাসা?
— ওয়াশ রুম থেকে বেরিয়ে লাল চোখ নিয়ে ক্লাসে যেতে পারছিলনা সে…
— ক্লাসের এক ফ্রেন্ডকে ফোন করে তার ব্যাগ টা রাখতে বলে আয়ুশ….
— বাসার উদ্দ্যেশ্যে রওনা দিল আয়ুশ….হাটার সময় মনে হচ্ছে গাড়ির চাকার নিচে তলিয়ে যাচ্ছে সে… কখনো মনে হচ্ছে সে ধড়-পড় করতে-করতে মারা যাচ্ছে ফুটপাতে…..
–এসব ভাবতে ভাবতে কবে ৫কি. মি পথ হেটে বাসার সামনে আসল বুঝতেই পারেনি আয়ুশ কারণ ক্লাসে প্রতিদিন রিক্সায় করে যেত সে….
— বাসায় ঢুকেই রুমের দরজা বন্ধ করে কাদতে-কাদতে ঘুমিয়ে পড়ে আয়ুশ….
–তখন বিকেল 4:30pm…..
–ঘুম ভাংগার পর মোবাইলে দেখে প্রাই ১০৬টা মিস হওয়া কল…..
–আয়ুশ ভাবতেসে,˝পাগলিটা আজ আমার রাগ ভাংগাতে….. আজ …. (এক ফোটা জল বেয়ে পড়ল আয়ুশের)
–সন্ধ্যায় ফোন দেয় আয়ুশ বাট পিক আপ হয়না…..
— কিন্তু তাতেও ৫০টা মিস হওয়া কল জমে গেল then রিধা রিসিভ করে….
–সে দিন সারাটা রাত দুজন-ই রাতজাগা পাখি হয়ে (not mis call পাখি) কেদে কেদে পার করেছিল তাদের ২৫ই নভেম্বর এর……
–
–
–
–
–
_______Todays ব্রেক আপ-আপ ড্য_____
–
–
–
–(এসব ভাবতে ভাবতে কবে যে ˝R˝ বাটনের ˝রিধা˝ নামটা ডিলেট করে দিল বুঝতেই পারেনি আয়ুশ….)