বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তথ্যপ্রযুক্তি সম্প্রীতি বাড়ানো হবে

বাংলাদেশ ও মিয়ানমারের তথ্যপ্রযুক্তি খাতে সম্প্রীতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিকে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান।

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) বার্ষিক সম্মেলন চলতি মাসেই ইয়াঙ্গুনে হতে যাচ্ছে। এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে মিয়ানমার কম্পিউটার ফেডারেশন (এমসিএফ)। এই সম্মেলনে অংশ নিতে মিয়ানমার দূতাবাস বিসিএসকে সব ধরনের সহযোগিতা দেবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বিসিএসের সভাপতি আলী আশফাক বলেন, দুই দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে আইসিটি ব্যবসা সম্প্রসারিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মিয়ানমার দূতাবাসের প্রথম সচিব জ লিন মিন্ট, মিনিস্টার কাউন্সিলর অং মিন্ট এবং বিসিএসের পরিচালক মো. শাহিদ-উল-মুনির।
أحدث أقدم