নতুন বড় পর্দার স্মার্টফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
অ্যান্ড্রয়েড ৭ চালিত প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে নতুন মেইট ৯ একটি। দুইটি ভিন্ন ডিজাইন এবং সংস্করণে স্মার্টফোনটি উন্মোচন করেছে হুয়াওয়ে। একটিতে ব্যবহার করা হয়েছে ১০৮০পি “ফুল এইচডি পর্দা” এবং আরেকটিতে প্রায় এর দ্বিগুণ রেজুলিউশানের পর্দা রয়েছে। বেশি রেজুলিউশানের এই স্মার্টফোনটিকে পোর্শ-ব্র্যান্ডেড সংস্করণ নামে আখ্যায়িত করা হয়েছে।
নোট ৭-এর মতোই নতুন মেইট ৯ ফোনটিতে ‘সুপারচারজিং’ ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে মাত্র ৩০ মিনিটের চার্জ দিয়ে একদিন ও পূর্ণ ৯০ মিনিটের চার্জে দুই দিন ফোনটি ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক মাইকেল সেইতজ বিবিসিকে বলেন, নতুন এই সিস্টেমটি একটি পৃথক গবেষণাগারে তাদের দীর্ঘ নয় মাসের উন্নয়ন ও পরীক্ষা প্রক্রিয়ার পরিশ্রমের ফসল। “এমনকি এটি চার্জিংয়ের সময়ও আপনার হাতকে সত্যিই শীতল রাখবে"- যোগ করেন তিনি।
অনেক বিশ্লেষকই মনে করেন স্যামসাংয়ের নোট ৭ বিপর্যয় থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে হুয়াওয়ে। এমনকি অ্যাপলও গ্রাহকের অর্ডার বকেয়া রেখে তাদের বৃহত্তম মডেল আইফোন ৭ প্লাস এর চাহিদাকে অবমূল্যায়ন করেছে বলে মনে করেন অনেকেই। আর গুগলও তাদের পিক্সেল এক্সএল ফোন নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, যদিও তারা এখন পর্যন্ত সেটি স্বীকার করেনি।
সেইতজ বলেন মেইট ৯ এর উচ্চ চাহিদা পূরণের জন্য হুয়াওয়ের যথেষ্ট উৎপাদন ক্ষমতা রয়েছে এবং তারা ২০২০ সালের মধ্যে শ্রেষ্ঠ বিক্রয় ব্র্যান্ড হওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
মেইট ৯ এর স্ট্যান্ডার্ড সংস্করণটিতে ৫.৯ ইঞ্চির স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং এর মূল্য রাখা হয়েছে ৬৯৯ ইউরো বা ৭৭৪ ডলার।
অন্যদিকে পোর্শ ডিজাইন সংস্করণটিতে ২কে রেজুলিউশানের ৫.৫ ইঞ্চি বাঁকানো পর্দা ব্যবহার করা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৯৫ ইউরো বা ১,৫৪৫ ডলার।
ক্যামেরার জন্য নতুন ফোন দুইটিতে ব্যবহার করা হয়েছে লাইকা ক্যামেরার দ্বিতীয় সংস্করণ। আর সীমিত সংস্করণের মডেলটির জন্য পোর্শের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
উভয় ফোনেই নতুন কিরিন ৯৬০ চিপ ব্যবহার করা হয়েছে যা হুয়াওয়ের নিজের তৈরি। তাদের মতে এটি সবচেয়ে দ্রুত ডেটা প্রসেস করতে পারে। “আমাদের ডিভাইসের গতি এক বছর পরও অন্য ডিভাইসের থেকে ৮০ শতাংশ বেশি থাকবে।”-দাবি করেছে প্রতিষ্ঠানটি।