প্রশ্নঃ আমি আইন বিষয় নিয়ে পড়তে চাই তাহলে আমাকে কি করতে হবে?

Law-student-consults-book-008.jpg
উত্তরঃ
যদি কেউ আইন বিষয়ে পড়তে চায় কিংবা আইনজীবী হিসাবে নিজেকে গড়ে তুলতে চায়। তা তার নিজের জন্য হোক, কিংবা সমাজের কল্যাণের জন্যই হোক, কিংবা অন্য যে কোন উদ্দেশেই হোক। প্রথমে তাকে এস এস সি ও এইচ এস সি শেষ করতে হবে। তারপরে বাংলাদেশের যে কোন পাবলিক কিংবা প্রাইভেট ভার্সিটিতে যেখানে আইন বিষয়ে অনার্স করার সুযোগ আছে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে হবে। অনার্স শেষ করার পর তাকে বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী বার কাউন্সিল এনরোলমেন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হতে হবে। তাহলে আইনিজিবি হিসাবে দেশের যে কোন বারের অধিন প্র্যাকটিস ও মামলা পরিচালনা করতে পারবে।
أحدث أقدم