ভালো lawyer হওয়ার উপায়:

4ncEGA4TA
আমরা যারা law পড়েছি বা পড়ছি সবারই ইচ্ছা ভালো lawyer হওয়ার। কিন্তু কিভাবে ভালো lawyer হওয়া যায়? অনেকে মনে করেন ভালো lawyer মানেই বুঝি বেশি টাকা আয় করা। কিন্তু আসলে কি তাই? আমার মনে হয়, না। ভালো lawyer মানে কিভাবে সঠিক পথে থেকে আপনার client কে সর্বোচ্চ remedy দেওয়া যায়। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনাকে টাকার পিছে ছুটতে হবে না, টাকা আপনার পিছে ছুটবে। এখন প্রশ্ন হলো কিভাবে ভালো lawyer হওয়া যায়? ভালো lawyer হওয়ার জন্য আপনাকে আপনাকে যা যা করতে হবে তার মধ্যে নিন্মোক্ত গুলো উল্লেখযোগ্য:
১. ছাত্র থাকাকালীন সময়ে আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে। প্রতিটি case এবং law ভালোভাবে বুঝে পড়তে হবে।
২. প্রচুর case law পড়তে হবে এবং বুঝতে চেষ্ঠা করতে হবে।
৩. নিয়মিত কোর্টে যেতে হবে এবং ভালো lawyer রা কিভাবে advocacy করে তা দেখতে হবে।
৪. বাসায় নিয়মিত advocacy practice করতে হবে।
৫. English newspaper পড়তে হবে।
৬. Last but not the least প্রতিদিনই কমবেশি পড়ার অভ্যাস করতে হবে।।
আবার আমরা প্রায় সময় দেখি যে আইনজীবী বা আইনের ছাত্ররা যখন কেনো কিছু নিয়ে আলোচনা করে তখন নিজেদের যুক্তি প্রতিষ্ঠা করার চেষ্ঠা করে। আমার মতে এটা খুবই ভালো। কিন্তু সমস্যা হলো অনেক সময় আমরা আলোচ্য বিষয় না জেনে অথবা আলোচ্য বিষয় সম্পর্কে খুব অল্প জেনেও নিজের যুক্তিকে সঠিক প্রমান করার চেষ্ঠা করি যেটা, আমি বলবো, খুব খারাপ।এরকম করলে সমাজের চোখে নিজেকে এবং পুরো আইন সমাজকে ছোটো করা হয়। সুতরাং আমরা কি বলি না বলি তার দিকে অত্যন্ত সচেতন হওয়া উচিত।
ভালো আইনজীবী বা শিক্ষানবিশের মধ্যে কি কি গুনাবলি থাকা উচিত আর কোন কোন গুনাবলি থাকা উচিত না:
১. উদার হওয়া।
২. যুক্তিবাদী হওয়া।
৩. অন্যের সঠিক যুক্তি মেনে নেওয়ার মনমানসিকতা থাকা।
৪. নতুন কিছু শেখার আগ্রহ থাকা।
৫. অন্যের মতামতকে সম্মান দেখানো।
৬. না জেনে বা অল্প জেনে কোনো বিষয়ে কথা না বলা।
৭. সবসময় সত্য কথা বলার চেষ্ঠা করা।
৮. কথায় কথায় অন্যের উপর আইনের রোপ না ঝাড়া।
৯. নিজেকে অতিরিক্ত জ্ঞানী মনে না করা।
১০. অন্যের কোনো কিছু অন্ধের মত follow না করা।
১১. নিজের মধ্যে creativity create করা।
১২. Last but not the least, রাজনীতি থেকে বিরত থাকা।
বিঃদঃ উপরের কথাগুলো নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত।
أحدث أقدم