কথায় আছে নারীর মন স্বয়ং ভগবানও বুঝে উঠতে পারে না



Related image
কথায় আছে নারীর মন স্বয়ং ভগবানও বুঝে উঠতে পারে না৷ নারীর মনে এক আর মুখে আর এক৷ নারীদের নিয়ে জগতে এত নিন্দে প্রচলিত থাকলেও, একজন নারীর তুলনায় একজন পুরুষ বেশি মিথ্যা কথা বলেন বলেই গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য৷
একটি গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি সংখ্যায় মিথ্যা কথা বলে থাকে৷ একজন মহিলা সাধারণত কাউকে কষ্ট দিতে না চাওয়ার কারণে সত্যি কথা চেপে রাখেন৷ সেখানে একজন পুরুষ নিজের পয়সা বাঁচাতে বা কোন বাজি জিততে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন৷তবে, সবক্ষেত্রেই তা নয়৷
গবেষকেরা জানিয়েছেন, একজন পুরুষ সপ্তাহে অন্তত চার বার মিথ্যা কথা বলার বা সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করেন৷ কিন্তু, মহিলারা সেক্ষেত্রে সপ্তাহে মাত্র তিন বার এমনটা করে থাকেন৷ কোন সমস্যা থেকে বেরোবার জন্যেও পুরুষ মিথ্যায় আশ্রয় নেন৷ তারা কোন ঘটনাকে অনেক রং চড়িয়ে বলার চেষ্টা করেন৷
প্রায় ২০০০জন ব্রিটিশ যুবকদের একটি সার্ভে করেন গবেষকেরা৷ এতে দেখা গিয়েছে, পুরুষেরা সবচেয়ে বেশি মিথ্যা নিজের মানসিক স্থিতি নিয়ে বলে থাকেন৷ শত সমস্যার মধ্যে থাকলেও, তারা ‘আমি ঠিক আছি’ বলে কথা এড়িয়ে যান৷ পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় মিথ্যে হল, কোন উপহার পছন্দ না হলেও তারা সেটি পছন্দ করার ভান করেন৷ এছাড়াও, কোন জিনিসের দাম ও নিজের অসুস্থতা নিয়েও মিথ্যার আশ্রয় নেন পুরুষরা৷
নবীনতর পূর্বতন