এইযে আপু,,,,, একটু দাঁড়ান...
সাফা পিছন ফিরে দেখল,,, একটা পিচ্চি ছেলে ওকে
ডাকছে....
=>হ্যাঁ বলো......
=>আপু আপনাকে এইটা দেওয়ার জন্য ডাকলাম,,কিছু মনে
করবেন না....
=>কি এটা..??
=>লাভ লেটার..
=>কি!!! তুমি এইরকম একটা পিচ্চি ছেলে হয়ে আমাকে
লাভ লেটার দিতে এসেছ....তোমার সাহস তো কম নয়!!!!
=>কি করব আপু,,,বড় ভাইয়ের আদেশ...
=>কি!! তোমার বড় ভাই তোমাকে প্রেম করতে
পাঠিয়েছে..??
=>ছি ছি আপু,,এসব কি বলছেন!! আমাকে এই চিঠিটা এক
বড় ভাই দিল আপনাকে দেওয়ার জন্য!!!
=>ওওও আচ্ছা,, তাহলে এই ব্যাপার! তো কে দিয়েছে
চিঠিটা?
=>আমি ওনাকে চিনি না,,আপনি পড়লেই বুঝতে পারবেন..
=>ঠিক আছে,,তুমি তাহলে এখন যাও......
=>আচ্ছা....
,
সাফাকে চিঠিটা দিয়ে ছেলেটা চলে গেল....
,
,
সাফা বড়লোক বাবার একমাত্র মেয়ে....
অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে..
ও একটু রাগী,,,
এজন্য তাকে কেউ ভয়ে প্রোপজ করে না...
একবার কলেজের এক বড় ভাই ওকে প্রোপজ করতে
গেছিল,,,,
ওর এক চড়ে বড়ভাই অজ্ঞান হয়ে গেছিল,,,
সেই থেকে আজ পর্যন্ত কেউ ওকে প্রোপজ করার সাহস
পায় নি....
।
এবার আসল কথায় আসি....
,
সাফা চিঠিটা পড়ে দেখল,,ওরই এক ক্লাসমেট চিঠিটা
দিয়েছে,,ওর নাম রাহুল,,,
রাহুল আবার দরিদ্র ঘরের সন্তান,,,একটা টিউশনি করে
কোনরকমে ওর পড়াশোনার খরচ চলে...
,
চিঠিটা পড়ে সাফার গা জ্বলে উঠল,,,কিন্তু ক্লাসমেট
হওয়ার কারণে রাগটা একটু কমল,,,
রাহুলকে ও আগে থেকেই চিনত,,,ওর খুব ভাল বন্ধু রাহুল,,
কিন্ত রাহুল এত বড় সাহস জোগাবে সাফা সেটা জানত
না...
,
কোন কিছু না ভেবেই সে বাসায় চলে গেল...
পরদিন কলেজে গিয়ে দেখা হলো ওদের,,
রাহুল ভয়ে ভয়ে ওকে জিজ্ঞেস করল, কাল কিছু
পেয়েছিলে?
সাফা ভেংচি কেটে ওকে বলল,, ক্লাস শেষে
ক্যাম্পাসে একটু অপেক্ষা করো.. কথা আছে...
রাহুল খুশিতে বলল, ঠিক আছে...
।
ক্লাস শেষ করে,,,ক্যাম্পাসে দুজন বসে আছে...
কেউ কোন কথা বলছে না,,দুজনেই নীরব,,,
রাহুল বলে উঠল,,কি যেন বলবে...
=>হুম, কাল ওইটা কি দিয়েছিলে?
=>কেন,, লাভ লেটার,,তুমি ওইটা খুলে দেখনি??
=>আমি সব দেখেছি,,কিন্তু আমাকে প্রোপজ করার সাহস
তোমার কিভাবে হলো??
=>প্রোপজ করতে আবার সাহস লাগে নাকি??
=>দেখো, তুমি যদি আমার ক্লাসমেট না হতে তাহলে
তোমার গাল এতক্ষণ লাল হয়ে যেত..
=>কেন? আমি কি কোন ভুল করেছি??
=>তুমি কি করে ভাবলে যে তোমার মত একটা আনস্মার্ট
গরীব ছেলেকে আমি ভালবাসব??
=>সাফা, ভালবাসা ধনী গরীব দেখে হয় না..
=>ওসব সিনেমার ডায়ালগ বাদ দাও,,,শহরে পরড়াশোনা
করার জন্য আসছ, সুতরাং পড়াশোনায় মনযোগ দাও,,আমার
মত মেয়েকে প্রোপজ করার মত সাহসকে জুতার তলায়
মেরে ফেলো...
=>দেখো সাফা,আমি তোমাকে অনেক ভালবাসি...
=>ঠাসসস(সাফা ওর গালে একটা চড় বসিয়ে দিল),,তোর
সাথে এতক্ষণ ভাল ব্যবহার করেছি বলে মনে করিস না যে
আমি তোর প্রতি দুর্বল,, তুই আামার ক্লাসমেট বলে তোর
সাথে এতক্ষণ ভাল ব্যবহার করেছি তোদের মত গরীব
ছেলেদের এই একটা সমস্যা,,তোরা গরীব হয়ে
বড়লোকদের উপর লোভ করিস কোন সাহসে,,,আর কোনদিন
যেন তোকে আমার আশেপাশে না দেখি,,,,
এই বলে সাফা চলে গেল...
,
রাহুলের চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়ল,,,গরীব
বলে কি ওর ভালবাসার কোন যোগ্যতা নেই,,,গরীব বলে
কি ওর ভালবাসার কোনই মূল্য নেই,,গরীব হওয়ার কারণেই
কি ওকে আজ এত বড় শাস্তি পেতে হলো!!!
,
রাহুল ওর মেসে চলে আসল,,,রাহুল এখন সিদ্ধান্ত নিয়েছে,
সে কোন মেয়েকে আর প্রোপজ করবে না,,,সেও সাফাকে
দেখিয়ে দেবে সে গরীব জন্ম নিয়েছে ঠিকই, কিন্ত সে
সারাজীবন গরীব হয়ে থাকতে রাজী নয়.....
,
ভীষণভাবে পড়াশোনায় মহযোগ দিল ও......
,
সময় কারও জন্য থেমে থাকে না..
অনেকগুলো বছর পেরিয়ে গেল,,,,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
রাহুল আজ একজন ম্যাজিস্ট্রেট...অনেক বড়লোক এখন ও....
ও এখনও সাফাকে ভালবাসে.....
,
সাফা পড়াশোনা শেষ করেছে অনেক আগেই,,,ওর বিয়ের
কথাবার্তা চলছে,,কিন্তু,,সাফার কাউকেই পছন্দ না
হওয়ায় ও এখনও বিয়ে করে নি,,,,
অবশেষে খোঁজ মিলল,,ছেলে ম্যাজিস্ট্রেট,,বিরাট
বড়লোক,,
সে আর কেউ নয়,,ও রাহুল...
,
রাহুল আগে থেকেই জানত,,সাফার বিয়ের কথা চলছে,,,,
সাফাকে দেখতে গেল রাহুল আর ওর বাবা মা,,,,
,
রাহুল দেখল সাফা আগের চেয়েও অনেক সুন্দরী হয়েছে...
সাফা রাহুলকে চিনতে পারে নি,,,রাহুলকে খুব পছন্দ হলো
ওর,কারণ রাহুল অনেক হ্যান্ডসাম, বিরাট ধনী সেই সাথে
ম্যাজিস্ট্রেট,,,,
সব মিলিয়ে সাফা খুব পছন্দ করল...
,
যাই হোক,,,
মেয়ে দেখা পর্ব শেষ হয়ে গেল..
রাহুল বলল,,আপনারা যদি কিছু মনে না করেন তাহলে
আমি কি মেয়ের সাথে আলাদা কিছু কথা বলতে পারি???
,
সাফার বাবা বলল, অবশ্যই বলতে পার,,তোমরা আলাদা
রুমে গিয়ে কথা বলতে পার অথবা ছাদে চলে যেতে
পার,,,,
,
রাহুল আর সাফা ছাদে দাঁড়িয়ে আছে...
রাহুল বলল, আমার সম্পর্কে আপনি কিছু জানেন??
=>হ্যাঁ জানি,,আপনি একজন ম্যাজিস্ট্রেট(সাফা)
=>শুধু এইটুকুই জানেন,, আর কিছু জানেন না??(রাহুল)
=>হুম জানি,,আপনি অনেক বড়লোক...
=>এটা ছাড়াও আমার আরও একটি পরিচয় আছে...
=>কি???
=>আমি রাহুল,,আপনার ক্লাসমেট ছিলাম,,,
মনে আছে আপনার? সেদিন আমি আপনাকে প্রোপজ
করেছিলাম বলে আপনি আমাকে চড় মেরেছিলেন??
=>আপনি রাহুল??? আমার বিশ্বাস হয় না...
=>বিশ্বাস না হলেও এটাই সত্যি...
=>তুমি এত বড় হয়ে গেলে কিভাবে??
=>আজ আমি তোমার প্রতি কৃতজ্ঞ,,কারণ সেদিন তুমি যে
উপদেশ দিয়েছিলে,,সেইটা আজ আমার কাজে
লেগেছে...
=>সেই দিনের খারাপ ব্যবহারের জন্য sorry!
=>হুমমমম,,জানো সাফা,,ভালবাসা ধনী গরীব দেখে হয়
না,,ভালবাসতে একটা সুন্দর মনই যথেষ্ট,,পৃথিবীর সবাই এক
আল্লাহর সৃষ্টি,,সুতরাং কাউকেই ছোট করে দেখা উচিত
নয়....ধনী কখন গরীব হবে, গরীব কখন ধনী হবে,,সেটা শুধু
আল্লাহই ভালো জানেন.....সুতরাং, এসব নিয়ে কখনও
অহংকার করতে নেই...
আজ আমিও তোমাকে ফেলে চলে যেতে পারতাম, কিন্ত
সেটা আমি করতে পারব না,,আমি তোমাকে
ভালবেসেছিলাম আর এখনও বাসি.....
=>সত্যিই আমি সেই দিনটার জন্য খুব দুঃখিত!!!!
=>ঠিক আছে আর দুঃখিত হবার প্রয়োজন নেই....শুধু বলো
আর কোনদিন এমন করবে না...
=>হুমমম কথা দিলাম,আর কোনদিন এমন হবে না,,,নিজের
জীবনের চাইতেও তোমাকে বেশি ভালবাসব...
=>সত্যি বলছ তো??
=>হুমম একদম সত্যি....
,
এমন সময় রাহুলের বাবা ওকে ডাকতে শুরু করল,,রাহুল আর
সাফা চলে আসল....
,
অতঃপর নির্দিষ্ট দিনে ধুমধাম করে বিয়ে হয়ে গেল
সাফা আর রাহুলের........