জোকস্ বল্টু এখন বাস ড্রাইভার

Image result for driver
বল্টু বাস ড্রাইভার
.
.
.
.
একদিন ফাকা রাস্তায়
এক্সিডেন্ট করে
রাস্তার পাশের
জমির ভিতর বাস নিয়ে ঢুকে পরলো
.
.
বাসের সব যাত্রী মারা গেল
শুধু ড্রাইভার বল্টু একাই বেচে গেল
পুলিশ এসে বল্টুকে জিজ্ঞাস করলো ?
.
.
.
পুলিশ : ফাকা রাস্তায় এরকম
এক্সিডেন্ট করলি কিভাবে ?
.
.
ড্রাইভার বল্টু : আমি তো
ভালোভাবেই বাস
চালাচ্ছিলাম
হঠাৎ করে এক পাগল রাস্তার
মাঝে এসে নাচতে শুরু করলো
আমি ভাবলাম
আমি যদি পাগলকে বাচাই
তাহলে বাসের
সবাইকে মরতে হবে
আর
যদি বাসের
সবাইকে বাচাই
তাহলে
পাগলকে মারতে হবে
.
.
আমি চিন্তা করে
দেখলাম একজনের
চেয়ে সবাইকে বাচানো ভাল
তাই আমি সিদ্ধান্ত নিলাম
পাগলটাকে মারবো !!
পুলিশ : তাহলে বাস জমির ভিতর
ঢুকালি কেন ?
ড্রাইভার বল্টু : স্যার আমি যখন
পাগলটাকে মারতে গেলাম তখন
পাগলটা দৌড়ে জমির ভিতর
ঢুকে গেল তাই হা হা হা পুলিশ বেহুশ__
নবীনতর পূর্বতন