ভালোবাসার রং কি?
সবুজ, নীল না খয়েরী?
ভালোবাসা কি কেবলই আবছা ছায়া,
মনের আড়ালে মন কেড়ে নেয়া?
আমিতো স্বপ্ন দেখি না--
শুধু তোমায় দেখি।
তোমার চোখের ভেলায় ভাসি,
তোমাতেই বিভোর হই;
ভালোবাসা কি আড়চোখে চোখাচোখি-
ভালোবাসাকি শুধু আলোর মাখামাখি?
এ কেমন অধিকার?
হৃদয় রাজ্যে শুধু তোমার আধিপত্য!
একালে সেকালে কত পথ কত রথ দিয়েছি পাড়ি,
হয়নি তো মনের মত কেউ।
তোমার চন্দ্রচূড়ে--
আমার মায়ার হাতছানি নাও
সবটুকু নাও
যতটুকু চাও
ভুলে যাও যোগ-বিয়োগে, কাটা-কাটিতে ভরা জীবনের জটিল অংকের হিসেবি খাতা,
আহোরিত, সঞ্চিত সমস্ত অনুভব তোমার তরে;
খুলে দেখো-
প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার নামটি আঁকা।
ছুঁয়ে দেখো আঙ্গুলের ডগায়-
অনুভূত হবে শিহোরিত সুখের কল্পকথা।