তাঁবু, অ্যাডভেঞ্চার-প্রিয় মানুষের কাছে এ এক প্রিয় ভ্রমণ-অনুষঙ্গ৷ পাহাড়ের বুকে তাঁবু গেড়ে থাকার যে মজা তা শুধু বড়রাই পাবে এখন কিন্তু এমনটা হবে না৷ কারণ বাড়ির ছোট মানুষটিকে অ্যাডভেঞ্চারের ছোঁয়া দিতে বাজারে এখন পাওয়া যাচ্ছে ছোটদের জন্য তৈরি তাঁবু৷
অ্যাসথেটিক্সের অন্দরসজ্জাবিদ সাবিহা কুমু বলেন, এখন তো অনেক বাসাবাড়িতেই পরিবারের ছোট সদস্যটির জন্য আলাদা ঘর করা হয়৷ শিশুর ঘরের নান্দনিকতা বাড়াতে যুক্ত করা হয় নানা অনুষঙ্গ৷ ইদানীং তাই ঘরে তাঁবুর ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ শিশুরা সবকিছুতেই নতুনত্ব খোঁজে৷ আর তাই তাঁবু ঘর সাজানোর পাশাপাশি এখন হয়ে উঠেছে শিশুদের খেলার অনুষঙ্গ৷ শিশুদের জন্য এই কিডস টেন্ট বা তাঁবুগুলো সাধারণত দুই রকম হয়ে থাকে৷ সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া মেঝে পর্যন্ত তাঁবুগুলো সাধারণত মশারির নেটের তৈরি হয়৷ আর সিনথেটিক কাপড়ে তৈরি করা হয় মেঝেতে রাখার তাঁবুগুলো৷ শিশুদের জন্য তৈরি এই তাঁবুগুলোর সুবিধা হলো তা বাড়ির যেকোনো স্থানেই রাখা যায়৷ এ জন্য ছোট শিশুর আলাদা ঘর না থাকলেও ফ্যামিলি লিভিং রুম বা ঘরের ব্যালকনিতে রাখতে পারেন তাঁবু৷ চাইলে বিছানার ওপর খেলার জন্য বিছিয়ে দিতে পারেন৷ আবার খেলা শেষে তা ভাঁজ করে রাখা যাবে অনায়াসেই৷
অ্যাসথেটিক্সের অন্দরসজ্জাবিদ সাবিহা কুমু বলেন, এখন তো অনেক বাসাবাড়িতেই পরিবারের ছোট সদস্যটির জন্য আলাদা ঘর করা হয়৷ শিশুর ঘরের নান্দনিকতা বাড়াতে যুক্ত করা হয় নানা অনুষঙ্গ৷ ইদানীং তাই ঘরে তাঁবুর ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠছে৷ শিশুরা সবকিছুতেই নতুনত্ব খোঁজে৷ আর তাই তাঁবু ঘর সাজানোর পাশাপাশি এখন হয়ে উঠেছে শিশুদের খেলার অনুষঙ্গ৷ শিশুদের জন্য এই কিডস টেন্ট বা তাঁবুগুলো সাধারণত দুই রকম হয়ে থাকে৷ সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া মেঝে পর্যন্ত তাঁবুগুলো সাধারণত মশারির নেটের তৈরি হয়৷ আর সিনথেটিক কাপড়ে তৈরি করা হয় মেঝেতে রাখার তাঁবুগুলো৷ শিশুদের জন্য তৈরি এই তাঁবুগুলোর সুবিধা হলো তা বাড়ির যেকোনো স্থানেই রাখা যায়৷ এ জন্য ছোট শিশুর আলাদা ঘর না থাকলেও ফ্যামিলি লিভিং রুম বা ঘরের ব্যালকনিতে রাখতে পারেন তাঁবু৷ চাইলে বিছানার ওপর খেলার জন্য বিছিয়ে দিতে পারেন৷ আবার খেলা শেষে তা ভাঁজ করে রাখা যাবে অনায়াসেই৷
এদিকে মেয়ে টিয়ারার ঘরটা এমনই তাঁবু দিয়ে সাজিয়েছেন মডেল জিনিয়া আফরোজ৷ তিনি জানালেন, এ ধরনের তাঁবুর সুবিধাটা হলো ঘরে যদি শিশুর খেলার আলাদা জায়গা না থাকে তবে এর মধ্যেও খেলতে পারবে শিশু৷ আবার খেলা শেষে অনায়াসেই খেলনাগুলোও সাজিয়ে রাখা যাবে এই তাঁবুর ভেতর৷