বৈশাখ মাস। গোপালের এক বন্ধু, নাম ….গড়গড়ি। সে গোপালের বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিন। লোকটি ভয়ানক কৃপণ। লোকে বলে ওর হাত দিয়ে জল গলে না। বাড়ি থেকে হঠাৎ গড়গড়ির কাছে খবর এল বাড়ি ফেরার জন্য। যেতে হবে এখনি, কারণ গড়গড়ির বৌ এর ভিষণ অসুখ। এদিকে আচমকা মুষলধারে বৃষ্টি নামল। কি করে এখন বাড়ি যাবে, ছাতা নিয়ে যাওয়াও যাবেনা কারন প্রচন্ড বাতাস বইছে শোঁ শোঁ করে বৃষ্টির সঙ্গে। ছাতা মাথায় দেওয়া না দেওয়া সমান। গড়গড়ি হতাশ হয়ে বলল, এখন কি করি বল গোপাল ভায়া। গোপাল বললে, মাথায় ছাতার কি দরকার। তোমার হাত মাথায় চাপা দিয়ে চলে যাও নির্ঝঞ্ঝাট আরামে বন্ধু। তোমার হাত দিয়ে তো জল গলে না বলে সবাই বলে। এহেন হাত থাকতে মিছে কেন ভাবনা বন্ধু? না ভেবে এখনি বের হয়ে পড়। এই বলে গোপাল গড়গড়ির ছানাবড়া চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। বন্ধুও তার কথা বলতে লাগল।
বৈশাখ মাস। গোপালের এক বন্ধু, নাম ….গড়গড়ি। সে গোপালের বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিন। লোকটি ভয়ানক কৃপণ। লোকে বলে ওর হাত দিয়ে জল গলে না। বাড়ি থেকে হঠাৎ গড়গড়ির কাছে খবর এল বাড়ি ফেরার জন্য। যেতে হবে এখনি, কারণ গড়গড়ির বৌ এর ভিষণ অসুখ। এদিকে আচমকা মুষলধারে বৃষ্টি নামল। কি করে এখন বাড়ি যাবে, ছাতা নিয়ে যাওয়াও যাবেনা কারন প্রচন্ড বাতাস বইছে শোঁ শোঁ করে বৃষ্টির সঙ্গে। ছাতা মাথায় দেওয়া না দেওয়া সমান। গড়গড়ি হতাশ হয়ে বলল, এখন কি করি বল গোপাল ভায়া। গোপাল বললে, মাথায় ছাতার কি দরকার। তোমার হাত মাথায় চাপা দিয়ে চলে যাও নির্ঝঞ্ঝাট আরামে বন্ধু। তোমার হাত দিয়ে তো জল গলে না বলে সবাই বলে। এহেন হাত থাকতে মিছে কেন ভাবনা বন্ধু? না ভেবে এখনি বের হয়ে পড়। এই বলে গোপাল গড়গড়ির ছানাবড়া চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। বন্ধুও তার কথা বলতে লাগল।
Tags:
Jokes