প্রোগ্রামারদের কাজকে অনেক সহজ করে দিয়েছে
এক্স এ এম পি পি (XAMPP) । ইহা পি এইচ পি (PHP), মাই এস কিউ এল(MySql) এবং
এপাচি(Apache) এর একটি প্যকেজ সফটওয়্যার। তাই শুধুমাত্র লোকাল কম্পিউটারে
এক্স এ এম পি পি (XAMPP) ইন্সটল করলেই পি এইচ পি (PHP), মাই এস কিউ
এল(MySql) এবং এপাচি(Apache) এই তিনটিই ইন্সটল করা হয়ে যায়। ডাউনলোডের পর
Xampp প্যাকেজটি খুব সহজেই অন্যান্য সফটওয়্যারের মতই ইন্সটল করা যায়,
তাই নতুনদের জন্য এটা ব্যবহার করা খুবই সহজ।
XAMPP ডাউনলোড করুন এখান থেকে।
Tags:
Php Tips