জিপ কোড/পোস্টাল কোড এখন খুবই পরিচিত
একটি নাম! যেকোন কর্মক্ষেত্রে বা বিভিন্ন
ওয়েবসাইটে একাউন্ট খুলতে বা পোস্ট
অফিসে পোস্ট করতে বা অনলাইনে লেনদেন
করতে এই জিপ বা পোস্টাল কোডের
প্রয়োজন হয়! কিন্তু কজনই বা নিজের এলাকার
পোস্টাল বা জিপ কোড জানেন??আমি
নিজেও মাঝেমাঝে কনফিউশনে পরে যাই!!
যদিও জাতীয় পরিচয় পত্রে নিজের
ইউনিয়নের পোস্টাল কোড দেয়া থাকে!
কিন্তু সবসময় জাতীয় পরিচয় পত্রের মত
সিরিয়াস জিনিস সাথে রাখা যায়না বা
অনেকের ই নেই! তাই,সবার কথা চিন্তা করেই
পোস্টাল বা জিপ কোডের একটি এন্ডয়েড
অ্যাপ তৈরি করলাম! আশা করি এই অ্যাপটি
আপনাদের সকলের ই বেশ কাজে আসবে!
অ্যাপ পরিচিতি:
অ্যাপের নাম: Bangladesh Postal Code ARK
সাইজ: ৩ এম্বি
ভার্সন: v1
ডাউনলোড লিংক: এখানে ক্লিক করে ডাউনলোড করুন
অ্যাপ বিস্তারিত:
ভাই আমি ডেভলোপার না যে অ্যাপ
বানাবো জাস্ট পোস্ট বা জিপ সাইট টা
সবসময়ের জন্য সংগ্রহে রাখতেই এটা করা।
এই অ্যাপের মাধ্যমে আপনি বাংলাদেশের
যেকোনো জেলার যেকোনো ইউনিয়নের
পোস্টাল বা জিপ কোড জানতে পারবেন!শুধু
অ্যাপ টা অপেন করে অপশন বক্স থেকে
আপনার জেলা, থানা,ইউনিয়ন সিলেক্ট করে
দিলেই আপনার কাঙ্খিত পোস্টাল বা জিপ
কোড টি পেয়ে যাবেন!!!
আশা করি অ্যাপ টি বর্তমান সময়ে আপনার
বেশ কাজে আসবে।তাই শেয়ার করে সকলকে
জানার সুযোগ করে দিন।ধন্যবাদ সবাইকে!