এবার নিজেই তৈরি করুন ওয়ার্ডপ্রেস ফরুম সাইট, সবচেয়ে সহজ উপায়ে। (পর্ব-৩)

এবার নিজেই তৈরি করুন ওয়ার্ডপ্রেস ফরুম সাইট, সবচেয়ে সহজ উপায়ে। (পর্ব-৩)
আমার সালাম নিবেন। আবারও নিয়ে এলাম ওয়ার্ডপ্রেস ফরুম সাইট বানানোর পর্ব-৩ 😀
গত পর্বে কিছু ভুল করছি, তাই এই পরবে মাপ চেয়ে নিলাম।
WordPress Install দেওয়ার পর আপনাকে যা করতে হবে।
যারা এখনো WordPress Install দিতে পারেন নাই, আমার সাথে যোগাযোগ করুন। 😀
এবার এই লিংক টা দেখুনঃ http://yoursitename/wp-login.php
yoursitename লেখার যাগায় আপনার সাইটের নাম দিন।(with domain)
এবার সেই লিংকে ভিজিট করুন। দেখবেন ১টা Login Page আসবে।
আপনার সেই WordPress Username & Password দিয়ে Login করুন।
এবার আপনি আপনার সাইটের Admin ID তে Login করতে পেরেছেন। 😀
এবার এই লিংক টা দেখুনঃ http://yoursitename/wp-admin/update-core.php
yoursitename লেখার যাগায় আপনার সাইটের নাম দিন।(with domain)
এবার সেই লিংকে ভিজিট করুন। তারপর আপনি Update লিখা পাবেন। সেখানে ক্লিক করুন। তারপর একটা কপেজ আসবে Continue দিবেন। তারপর আরও একটা পেজ আসবে Continue দিবেন।
বেস, WordPress Update দেওয়া শেষ।
পরের পর্বে Theme Install দিব। Insallah 😀
নবীনতর পূর্বতন