এবার নিজেই তৈরি করুন ওয়ার্ডপ্রেস ফরুম সাইট, সবচেয়ে সহজ উপায়ে। (পর্ব-২)


Image result for wordpress picture
চলুন শুরু করি
Boxhost.me তে যান। Login করুন। তারপর Hosting থেকে নিজের তৈরি সাইটে Switch করুন। এবার Auto Installer এ যান। তারপর ওয়ার্ডপ্রেস এ যান। Administrator username এবং Administrator password লাগবে।
এগুলো আপনি পেতে হলে আপনাকে প্রথমে WordPress.Com এ Registration করতে হবে। যাদের করা আছে তারা নিজেদের username এবং password দিয়ে WordPress Install করুন। Registration না করা থাকলে করুন।
না পারলে আমার সাথে যোগাযোগ করুন। আমি করে দিবো।
এবার দেখুন। আপনার সাইটে ভিজিট করে, একটি WordPress সাইট যেমন হয়, ঠিক সেই রকম। 🙂
এবার আপনাকে WordPress Version Update দিতে হবে। কারন পুরান Version থেকে নতুন Version খুব ভালো।
এটা খুব সহজ 🙂 আপনাকে Notification দিবে। এরকম WordPress 4.4 is available! Please update now. আপনি সেখানে যাবেন। তারপর Update Now এ Click করেন।
কাজ শেষ। Update হওয়ার পর, বাকি কাজ পরের পর্বে করব।
নবীনতর পূর্বতন