একজন আইনজীবী’র জীবন চিত্র:

2015_09_28_19_46_50_8iUDRlNiL3wNJbEJC3dlk6XaEjOGbn_800xauto
প্রি-ট্রায়াল স্টেজ:-
আইন পাশ করার সাথে সাথে আদালতে সিনিয়র আইনজীবীর
সাথে শুরু, আদালতের চিপা-চাপা চিনে,আইন জেনে নিয়ে শিখতে
শিখতে চলে যায় যৌবন কাল। খাওয়ার সময় নেই, রাত-দিন আদালত-
চেম্বার খাটতে থাকো খাটতে থাক। খাওয়ার সময় নাই।

ট্রায়াল স্টেজ:-
এবার নিজের করার সময়, যা শেখা হয়েছে তা ব্যবহার করে নিজের
ক্যারিয়ার তৈরি করার সময়। মাঝ বয়সে এসে চারপাশে মক্কেল, টাকা,
কাজ আর কাজ তারওপর কাজ। হাতে একদম সময় নেই। এবারও খাওয়ার সময় নাই।
পোস্ট ট্রায়াল স্টেজ:-
এখন সে বিরাট বড় আইনজীবী, সমাজের বিশিষ্টজন, টাকা তার
পিছনে ঘুরে, মক্কেলরা খোলা চেক নিয়ে বসে থাকে। কিন্তু সময় নেই
তারওপর শরীর বুড়ো! বেশিক্ষণ কাজই করতে পারে না। এবারও খাওয়ার সময়
নেই-কারণ ডাক্তার এই বয়সে বেশি খেতে বারণ করেছেন। খাওয়ার সময় নাই।
أحدث أقدم