ওয়েবে প্রোগ্রামিং এর জন্য পি এইচ পি
ব্যবহার করা হয়। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রোগ্রামিং ইন সি
দ্বারা প্রোগ্রামিং এর জন্য কম্পাইলার প্রয়োজন হয়। পি এইচ পি তে
প্রোগ্রাম কোডিং করার জন্য তেমন বিশেষ কোন কম্পাইলার এবং এডিটর না হলেও
চলে। প্রাথমিক পর্যায়ে পি এইচ পি তে প্রোগ্রাম লেখার জন্য উইন্ডোজ
অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করলেই চলে। এছাড়া
প্রোগ্রাম কোডিং এর ক্ষেত্রে দ্রুত, নির্ভুল, এবং বাড়তি কিছু সুবিধা
পাওয়ার জন্য এডভান্সড এডিটর হিসেবে Dreamweaver, PHP Designer, Notepad++,
PHP coder, Komodo Edit ব্যবহার করা যেতে পারে।
পি এইচ পি এবং এইচ টি এম এল দ্বারা লেখা একটি প্রোগ্রাম
<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#FFC;}
h2{color:#F03;}
h1{color:#C60;}
</style>
</head>
<body>
<?php
echo "<h1>We are learning PHP</h1>";
echo "<br />";
echo "<h2>Welcome to www.tutorialbd.com.</h2>";
?>
</body>
</html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#FFC;}
h2{color:#F03;}
h1{color:#C60;}
</style>
</head>
<body>
<?php
echo "<h1>We are learning PHP</h1>";
echo "<br />";
echo "<h2>Welcome to www.tutorialbd.com.</h2>";
?>
</body>
</html>
উপরের কোডটুকু একটা nptepad এ লেখার
পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php
দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে
হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে
রাখতে হবে। php ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে
http://localhost/index.php ।