বিশাল সাগরে পাহাড়ে আকাশের
নীলে নীলে ঝীলে ঝীলে
সবুজের বুকে বুকে কত রঙ চড়িয়ে-প্রভূ
তুমি তো আছো জড়িয়ে…..
দৃষ্টির সীমানা জুড়ে
দেখেছি তোমায় অবিরত
নিঃসীম নীল দেখে
মন হয়ে যায় অবিভূত
বনে বনে ফুলে ফুলে বিমোহীত সৌরভে
মন প্রাণ রাঙিয়ে।
বিস্ময় সুষমা ঢেলে
করেছো ভূবন মনোহরী
নির্ঝর যায় বয়ে
মন করে দেয় স্বপ্নচারী
রূপে রূপে অপরূপা সুনিবীড় মোহ মায়
সবি ছাড়িয়ে।