শীতের হাওয়া ঠোঁট শুকিয়ে যাওয়া কিংবা ফেটে যাওয়ার সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। কারো কারো ক্ষেত্রে সারাবছরই এই সমস্যা দেখা দেয়। অনেক সময় ঠোঁট ফেটে রক্তও বের হতে দেখা যায়। জেনে নিন এই সমস্যা থেকে মুক্তির উপায়।
ভালো লিপবাম ব্যবহার করুন:
ঠোঁটে সবসময় লিপবাম ব্যবহার করবেন। এক্ষেত্রে ভালো ব্র্যান্ডের লিপবাম ব্যবহার করবেন।
প্রচুর পানি পান করুন:
শরীরে পানির মাত্রা কম হলে ঠোঁট ফাটা সমস্যা দেখা দেয়। তাই প্রচুর পরিমাণে পান করুন। শীতকালে পানি কম পান করা হয়ে থাকে। কিন্তু এসময় আরো বেশি করে পানি পান করা উচিত।
জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না:
অনেকে ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পেতে কিছুক্ষণ পরপরই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকেন। এই কাজটি করবেন না। এতে করে ঠোঁট আরো বেশি শুকিয়ে যাবে এবং ঠোঁট ফাটার প্রবণতা বৃদ্ধি পাবে।
রাতে ভালো করে ময়েশ্চারাইজার লাগান:
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের পাশাপাশি ঠোঁটকেও ময়েশ্চারাইজ করতে ভুলবেন না। রাতের বেলা ভালো কোনো ময়েশ্চারাইজার অথবা প্রাকৃতিক ময়েশ্চারাইজার অলিভ অয়েল ঠোঁটে লাগিয়ে ঘুমুতে যান। এতে ঠোঁট ফাটার হাত থেকে মুক্তি পাবেন।