বল্টুরে কেউ মাইরালা
.
.
বল্টু আজ পাগল হয়ে
পাগলাগারদে
থাকে, তাতে
কি?
তার ফাজলামির তো
আর
শেষ নাই।
তো পাগলাগারদে
ডাক্তার
বল্টুর
কাছে গিয়ে
বলল-
“আপনার জন্য একটা
সুসংবাদ আর একটা
দুঃসংবাদ
আছে
কোনটা আগে শুনতে
চান?"
বল্টু মৃদু হেসে :
সুসংবাদটাই
আগে
বলেন।
ডাক্তার : সুসংবাদটা
হলো,
আপনি
আজ যে
দুঃসাহসিক
কাজ করেছেন,
হাসপাতালের
পুকুরে ডুবন্ত আরেক
পাগলকে যেভাবে
ঝাপিয়ে পড়ে
উদ্ধার করেছেন, তাতে
আমরা
নিশ্চিত
আপনি আর পাগল নন,
আপনি সুস্থ
হয়ে গেছেন এবার
আপনি
নিশ্চিন্তে বাড়ি যেতে
পাড়েন।
বল্টু : আর দুঃসংবাদটা
কি?
ডাক্তার : দুঃসংবাদটা
হচ্ছে,
আপনি যে পাগলকে
পানি
থেকে উদ্ধার
করেছিলেন,
সে পরবর্তিতে
আত্মহত্যা
করেছে
পুকুরের পাশের
আমগাছের সাথে গলায়
দড়ি দিয়ে।
বল্টু আবারো মৃদু হেসে
:
আরে না! ও তো নিজে
গলায় দড়ি
দেয় নাই পুকুর
থিকা
উঠানোর পর দেখলাম
ব্যাটা ভিজা
পুরা চুপচুপা
হইয়া
রইছে, তাই আমিই
ওরে আম
গাছের
সাথেগলায়
দরি
বাইন্দা লটকাইয়া
শুকাইতে
দিছিলাম রোদে।
অতঃপর - ডাক্তার
অজ্ঞান....
গলায় দড়ি
দেয় নাই পুকুর
থিকা
উঠানোর পর দেখলাম
ব্যাটা ভিজা
পুরা চুপচুপা
হইয়া
রইছে, তাই আমিই
ওরে আম
গাছের
সাথেগলায়
দরি
বাইন্দা লটকাইয়া
শুকাইতে
দিছিলাম রোদে।
অতঃপর - ডাক্তার
অজ্ঞান....