ফেসবুকে পাশের বাড়ির মলিনা বৌদিকে খুঁজে পেলাম "ANGEL MARY"নামে !
ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতে গিয়ে দেখলাম মিউচুয়াল ফ্রেন্ড "প্রিন্স আলেকজেন্ডার"
আসল নাম বলাই ধাড়া ( ছবি দেখেই চিনেছি - আমাদের পাড়ার ইস্ত্রিওলা )
তার পোস্টে লাইক
সেখানে কমেন্ট করছে "রেক্স আলফ্রান্সো"
আসল নাম রাখাল পাল , (বাসের হেল্পার) ।
হঠাৎ দেখলাম চ্যাটে নক করছে "কিউট গার্ল জলি"
(আসলে দুই মেয়ে র বিয়ে দিয়ে আপাতত একা থাকেন )
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে "লিওনার্ড স্কাভারি "
আমি লগ আউট করে এখন আদা চায়ে চুমুক দিচ্ছি ...........