পাশের বাসায় বিয়ে হচ্ছে অথচো আপনি বিয়ের বয়স পার করে ফেলছেন

https://bengali.oneindia.com/img/2015/08/05-1438756373-marriage-cartoon.jpg

শীতকাল। পাশের বাসায় বিয়ে হচ্ছে অথচো আপনি বিয়ের বয়স পার করে ফেলছেন। তাও ফ্যামিলি থেকে কিছু বলছে না? যেভাবে নজরে আনাবেন যে এইবার বিয়ে না করলেই নয় :-


১. টিভি দেখার সময় শুধু প্রেমের নাটক, ছবি এসব দেখবেন। সাউন্ড একটু বাড়াইয়া দিবেন।
২. নিজের রুমটা আগোছালো করে রাখবেন। মা বকা দিলে বলবেন " আর পারি না! আমি একলা মানুষ! কত কিছু করমু
৩. ছোট বোন থাকলে বিয়া দেওনের ব্যবস্থা করেন। ভালো ভালো পাত্রের খোঁজ খবর নিয়া আসবেন।
৪. চুল দাঁড়ি আর কাটার দরকার নাই। সব বড় বড় রাখবেন। বাসা থেকে কিছু কইলে কইবেন -আমি কি শশুরবাড়ি যামু নাকি!!
৫. মাঝেমধ্যে রান্না ঘরে যাইয়া মারে হেল্প করবেন। কত কষ্ট হয় একা একা কাজ করতে সেটা বলবেন বার বার
৬. কোন বন্ধুর বিয়া হইতাছে সে খবর সবসময় রাখবেন। ওদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। আর মা বাপরে
বলবেন দেখছছেন ওরা কতো সুখী??
৭. বন্ধু বান্ধবের বিয়ের ভিডিও এনে ঘরে চালাবেন। আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
৮. রাত্রে দেরী করে বাসায় ফিরবেন। আড্ডা দিবেন। বকা খেলে বলবেন -একা একা ভালো লাগে না।
৯. হারিকেন দিয়া মাথায় পাকা চুল খুঁজে বের করবেন। পাইলেই মাকে গিয়া বলবেন, মা চুল তো সব পেকে গেল! আর কয়দিন বাঁচমু!
১০. সুন্দরী মেয়ে বান্ধবীগুলারে বাসায় আইনা আড্ডা দিবেন। মাকে বলবেন মা দেখছেন, ও কত্তো কিউট!
গালে টোল পড়ে। কিন্তু ওর আগামী বছর বিয়ে।
১১. সপ্তাহে দুইদিন বন্ধুর বিয়া খাওয়ার নাম করে হোটেলে গিয়া খাইয়া ঘুইরা আসবেন। বাসায় আইসা
দীর্ঘশ্বাস ছাইড়া কইবেন -না আর বেশি নাই। আমার লগের অধিকাংশ বন্ধুর বিয়ে হয়ে গেছে। আমি সহ আর তিন চারজন বাকী।
১২. বন্ধু বান্ধবের ছেলে মেয়েদের কোলে নিয়ে ছবি তুলে ঐটা মাকে দেখাইবেন।
১৩. দোকান থেকে বিস্কুট চানাচুর কিনে নিজের রুমে খাটের নিচে লুকিয়ে রাখেন। তারপর দরজা বন্ধ কইরা শুইয়া থাকেন। খাওনের সময় যখন ডাকবে তখন বের না হইয়া কইবেন কিচ্ছু ভালো লাগে না। খাবেন না কিছু। তারপর গভীর রাতে উইঠা বিস্কুট চানাচুর খাইয়া নিয়েন


এরপরও কাজ না হইলে ধরে নিবেন আপনার বিয়ের বয়স হয় নাই। বেহুদা বিয়া যে কত্তমজা কইরেন না। সকাল বেলা জলে নামতে ঠেলা আছে।
নবীনতর পূর্বতন