২০৭৫ সালেও শীর্ষে থাকবে অ্যাপল, গুগল, ফেসবুক!

২০৭৫ সালেও শীর্ষে থাকবে অ্যাপল, গুগল, ফেসবুক!
পরিবর্তনের মধ্য দিয়ে প্রযুক্তি এগোলেও অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক মনে করেন, অ্যাপল, গুগল বা ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ স্থানে অন্তত আরও অনেক বছর পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০৭৫ সালের পৃথিবী নিয়ে ভবিষ্যদ্বাণী করেন স্টিভ। তিনি বলেন, ‘আইবিএমের মতো অ্যাপলও দীর্ঘদিন টিকে থাকবে। অ্যাপলের আর্থিক সংগতির কথা ভাবুন। যেকোনো কিছুতে বিনিয়োগ করার ক্ষমতা রাখে প্রতিষ্ঠানটি। ২০৭৫ সালে প্রতিষ্ঠানটি টিকে থাকবে না, এমন ভাবনাই অদ্ভুত। একই কথা গুগল ও ফেসবুকের ক্ষেত্রেও খাটে।’
তা বটে। সেই ১৯১১ স্থাপিত আইবিএম টিকে আছে এখনো। কিন্তু আইবিএমের স্বর্ণযুগ কি আছে এখনো? কিংবা বাইশ শতকের দিকে এগিয়ে যাওয়া মার্ক জাকারবার্গবিহীন ফেসবুকের কথা চিন্তা করা যায়? তবু স্টিভ ওজনিয়াক বিশ্বাস করেন, বর্তমানে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোই তখনো শীর্ষে থাকবে। একই সঙ্গে তাঁর ধারণা, ভবিষ্যতের সেরা শহরগুলো স্থাপিত হবে মরুভূমিতে। মানুষ গম্বুজাকৃতির ঘরবাড়িতে বসবাস করবে। বাইরে যাওয়ার সময় মানুষের পরনে থাকবে বিশেষ ধরনের পোশাক। শুনতে অবশ্য বেশ চমকপ্রদ, অনেকটা কল্পকাহিনির মতো।
স্টিভ ওজনিয়াক মনে করেন, ২০৭৫ সালে গিয়ে কোনো ডাক্তার থাকবে না। মানুষ তখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজের রোগ নিজেই শনাক্ত করতে পারবে। তত দিনে মঙ্গল গ্রহেও বসতি স্থাপন সম্ভব হবে। তবে সে সময়ে এলিয়েনের দেখা পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে একটু দ্বিধান্বিত ছিলেন তিনি।
নবীনতর পূর্বতন