নিজেই বানান নিজের একটি পার্সনাল Web Profile Website[Full Tutorial]

সবাই চায় নিজের নামে নিজের একটি ওয়েবসাইট থাকুক। যেখানে থাকবে তার নিজের সম্পর্কে সকল তথ্য। আর সে জন্য-ই নিয়ে এলাম সেরকম একটি ওয়েব প্রোফাইল ওয়েবসাইট বানানোর সম্পুর্ণ টিউটোরিয়াল।

নিজেই বানান নিজের একটি পার্সনাল Web Profile Website[Full Tutorial]
*এই টিউটোরিয়াল টায় আমি সব কিছু সংক্ষিপ্ত ভাবে দিয়েছি। কারণ ওয়েবসাইটের কাজ হয়ত আপনারা আগেও করেছেন
*কোনো কিছুর বিস্তারিত লেখা হয়নি, তাই কোনো সমস্যা হলে কমেন্টে অথবা ফেসবুক ইনবক্সে জানাবেন
*কোড গুলো সাবধানে এডিট করে বসাবেন
চলুন শুরু করা যাক..
প্রথমে Wapka.com থেকে একটি একাউন্ট খুলে নিন। আর সেখান থেকে Create New Site এ গিয়ে আপনার নামে একটি সাইট খুলে নিন।
*আপনার একাউন্টটি যে ইমেইল দিয়ে খুলেছেন সেখান থেকে এপ্রুব করে নিবেন
এখন এই কাজ এখানে বন্ধ রাখুন। আর নিচে থেকে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
Web Profile codes by JH Badhon.zip(5kb)
এখানে চারটি কোড টেক্সট ফাইলে আছে। সময় মত এগুলো ওয়েবসাইট বানাতে লাগবে।
এবার আপনার ওয়াপকা একাউন্ট থেকে সাইট এ যান, তারপার সেখান থেকে Admin Mode এ।
তারপর Edit Site>Wml/Xml Codes । এখন মোবাইলে আরেকটি ট্যাব খুলুন। সেখান থেকে আপনার ফেসবুকে যান। এবার যে ছবিটি আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চান সেটিতে চেপে ধরুন। এবার Open Image দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার আপনার ইমেজটি সো করলে Address Bar থেকে পুরো লিংকটি কপি করে রাখুন। এবার যে জিপ ফাইলটি ডাউনলোড করেছেন সেখানে কোড 2 ওপেন করুন।
Img Url এ লিংকটি পেস্ট করুন। আপনার নাম সহ অন্যান্য তথ্যগুলো পরিবর্তন করুন। এবার পুরো কোডটি কপি করে আপনার ব্রাউজারের প্রথম ট্যাব এ গিয়ে বক্সে পেস্ট করুন। এবার সাবমিট এ ক্লিক করুন।
এখন আবার ডাউনলোড করা জিপ ফাইলটিতে ফিরে যান। কোড 1 খুলে পুরো কোডটি কপি করুন।
এবার ব্রাউজার থেকে Edit Site>Global Settings>Meta Head Tag> এ গিয়ে কোডটি পেস্ট করে সাবমিট করুন। কাজ প্রায় শেষ।
এবার ওই পেজ থেকেই Edit Site>Wml/Xhtml Codes> এ যান। জিপ ফাইলটি থেকে কোড3 খুলুন। আপনার নিজের মত সব ইনফরমেসন পরিবর্তন করে ফুল কোডটি কপি করুন। এবার ব্রাউজারে গিয়ে পেস্ট করুন। Code Shown এ At the end দিয়ে সাবমিট করুন। এবার শেষ কাজ। জিপ ফাইলে গিয়ে কোড4 খুলে ইনফরমেসন গুলো আপনার ফোন নাম্বার, ফেসবুক, ইমেইল আইডি দিয়ে পরিবর্তন করুন। কোডটি কপি করে Edit Site>Wml/Xhtml> এ গিয়ে At the end দিয়ে সাবমিট করুন।
এখন Edit Site>Global Settings>Others> এ যান। First Box আনমার্ক করে সাবমিট দিন। ওয়েবসাইট বানানো শেষ। কোনো সমস্যা হলে কমেন্ট করুন।
নিত্য নতুন ট্রিক পেতে ফেসবুকে আমাকে ফলো করুন
যেকোনো ধরনের ওয়েবসাইট বানাতে আমার সাথে যোগাযোগ করুন
ধন্যবাদ সবাইকে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট-এ যানাবেন

নবীনতর পূর্বতন