সম্প্রতি জি নিউজে প্রকাশিত এক গবেষণা লব্ধ প্রতিবেদনে দেখা গেছে যে, যে
সকল দম্পতি নানা প্রকার অশান্তিতে ভুগেন তাদের মোটিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক
বেশি। দাম্পত্য কলহ শুধুমাত্র মানসিক অশান্তি ডেকে আনে না তার সঙ্গে নিয়ে
আসে বিবিধ শারীরিক সমস্যাও। অশান্তির দাম্পত্যজীবন ওজন বাড়িয়ে দিতে পারে
বেশ কয়েক পাউন্ড! সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
স্বামী বা স্ত্রী অথবা প্রেমিক-প্রেমিকার মধ্যে সর্বদা অশান্তি একদিকে যেমন
চরম মানসিক অবসাদ ডেকে আনে অন্যদিকে বিবিধ বিপাকীয় সমস্যার জন্ম দেয়। যার
ফলে ঝগড়া-ঝাটির পর একদিকে যেমন কিঞ্চিৎ ক্যালোরি পোড়ে তেমনই রক্তে বাড়ে
ইনসুলিন ও ট্রাইগ্লাইসেরাইডসের পরিমাণ। ট্রাইগ্লাইসেরাইডস রক্তে অবস্থিত
একধরণের ফ্যাট। পেটভরে খাওয়া দাওয়ার পর কলহ বাঁধলে এই সম্ভাবনা আরও বেড়ে
যায়। এর ফলে এমন কী জন্ম নিতে পারে ওবেসিটি।
এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে হার্টের অসুখ ও ডায়াবেটিসের সম্ভাবনা। গবেষণায় দেখা গেছে অশান্তির দাম্পত্য জীবনে লিপ্ত ব্যক্তিদের ওজন বছরে গড়ে প্রায় ১২ পাউন্ড করে বাড়ে।
এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ে হার্টের অসুখ ও ডায়াবেটিসের সম্ভাবনা। গবেষণায় দেখা গেছে অশান্তির দাম্পত্য জীবনে লিপ্ত ব্যক্তিদের ওজন বছরে গড়ে প্রায় ১২ পাউন্ড করে বাড়ে।