তুমি একটু সরে বস

Image result for gopal var picture
গোপাল একদিন হাসতে হাসতে আসছে। রাজসভায় পৌছে মহারাজকে বললে, মহারাজ, আজ আমার জীবন ধন্য। আসার পথে এক সুশীল বালকের সাক্ষাৎ পেলুম। তার কথা কানে না শুনলে বিশ্বাস করতে পারবেন না। সে কেমন সুশীল বালক।
রাজা কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, কি রকম সুশীল বালক সে? তোমার কথা বলার ধরণ শুনে হাসি পাচ্ছে আমার। হেঁয়ালি ছেড়ে তাড়াতাড়ি বলত বাপু। না শুনলে কি করে বুঝব?
গোপাল বললে, পাড়া দিয়ে আসতে আসতে আমার প্রতিবেশী হারু মন্ডলের বাবা ছেলেকে আপনার আর এক গাড়িতে দেখতে পেলাম। ওরা দুজনে মৌজ করে বসে খাচ্ছে। বাপ ছেলে একসঙ্গে বসে ছিল। ছেলে কিছুক্ষণ পরে বাপকে বলল বাবা, তুমি একটু সরে যাও, আমি এখন গাঁজা টানব। তুমি সামনে বসে থাকলে আমি গাঁজা টানব কি করে? লোকে দেখলে, বা তুমি নিজেও মনে কি ভাববে। তুমি আমার গুরুজন, তোমার সামনে গাঁজা টানা তো উচিত নয়। অতএব, বাবা তুমি একটু কৃপা করে সরে বস। আমার কাজটা শ্রীঘ্র শেষ করি।
নবীনতর পূর্বতন