পি এইচ পি কেন প্রয়োজন? (Why PHP is required?)

এইচ টি এম এল (HTML) এবং সি এস এস (CSS) ব্যবহার করে সহজেই সুন্দর ওয়েব সাইটের স্ট্যাটিক ডিজাইন তৈরি করা যায়, কিন্তু এ ধরণের পেজে প্রোগ্রামিং এর সুবিধা পাওয়া যায় না। তাই প্রোগ্রামিং সুবিধা যুক্ত ডাটাবেস নির্ভর ডাইনামিক ওয়েব সাইট তৈরির জন্য পি এইচ পি (PHP) ব্যবহার করা হয়। এইচ টি এম এল (HTML) এবং সি এস এস (CSS) ব্যবহার করে তৈরিকৃত ওয়েব পেজের কোন সিকিউরিটি নেই। HTML কোড সম্পূর্ণরূপে ব্রাউজারে প্রদর্শিত হয়। অন্যদিকে PHP একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হওয়ায় PHP তে লিখিত যে কোন কোড প্রথমে সার্ভার কতৃক কম্পাইল হয়ে ব্রাউজারে প্রদর্শণের পূর্বে HTML এ রূপান্তরিত হয়ে প্রদর্শিত হয়। তাছাড়াও PHP এর সাথে MySql ডাটাবেজ সংযুক্ত করে যে কোন ওয়েব সাইটকে অনেক বেশি ব্যবহার বান্ধব করা সম্ভব হয়।তাই একজন ভাল মানের ওয়েব ডেভলপার হিসেবে নিজেকে তৈরি করার জন্য PHP শেখার কোন বিকল্প নেই।

পি এইচ পি এবং এইচ টি এম এল দ্বারা লেখা একটি প্রোগ্রাম

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#FFC;}
h2{color:#F03;}
h1{color:#C60;}
</style>

</head>
<body>
<?php
echo "<h1>We are learning PHP</h1>";
echo "<br />";
echo "<h2>Welcome to www.tutorialbd.com.</h2>";
?>
</body>

</html>
নবীনতর পূর্বতন