সিঙ্গেল লাইন মন্তব্য (Single line comment)

সাধারণত পি এইচ পি স্ক্রিপ্টে সিঙ্গেল লাইন মন্তব্যই বেশি ব্যবহার করা হয়। সিঙ্গের লাইন মন্তব্য প্রদানের জন্য প্রচলিত দুটি পদ্ধতি রয়েছে। একটিকে বলা হয় C++ স্ট্যাইল মন্তব্য আর অপরটিকে বলা হয় Shell স্ট্যাইল মন্তব্য । এই দুইটির মধ্যে C++ স্ট্যাইল মন্তব্যই বেশি ব্যবহৃত হয়। C++ স্ট্যাইল মন্তব্যের শুরুতে ডাবল স্ল্যাশ ( //)  চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন

<?php
echo "This is a single line comment "; // C++ style php comment
?>
এই কোডটুকু ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট করলে, ডাবল স্ল্যাশ ( //)  চিহ্ন যুক্ত C++ style php comment লেখাটি ব্রাউজারে দেখাবে না।

সিঙ্গেল লাইন মন্তব্য প্রদানের ক্ষেত্রে C++ স্ট্যাইল মন্তব্য এর মতই Shell স্ট্যাইল মন্তব্যও একটি সহজ পদ্ধতি ।এ পদ্ধতিতে মন্তব্যের শুরুতে হ্যাস ( #)  চিহ্ন ব্যবহার করা হয়। যেমন
<?php
echo "This is an another example of single line comment ";
# shell style php comment
?>
এই কোডটুকু ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট করলে, হ্যাস ( #) চিহ্ন যুক্ত shell style php comment লেখাটি ব্রাউজারে দেখাবে না।

মন্তব্য যুক্ত একটি পি এইচ পি প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#99cc99; color: #FF3366;}
h2{color: #663300;}
h1{color: #CC00CC;}
</style>

</head>
<body>
<?php
echo "This is a single line comment "; // C++ style comment
?>
<?php
echo "<br /> "; // make a line break.
?>
<?php
echo "This is an another example of single line comment ";
# shell style comment
?>
<?php
echo "<br /> "; # make a line break.
?>
<?php
echo "<h1>We are learning PHP</h1>"; // Display a message in browser.
echo "<br />"; # make a line break.
echo "<h2>Welcome to www.tutorialbd.com.</h2>";
?>
<h1> A simple math.</h1>
<h2>
X=30, Y=15, Z=X-Y=?
</h2>
Z=
<?php
$a=30; // a is a variable. Its value is 30.
$b=15; // b is a variable. Its value is 15.
$c=$a-$b; # The result of a and b (15) will store in c.
echo $c; # 15 Will display in the browser.
?>

</body>

</html>
উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php  ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে। 
This is a single line comment
This is an another example of single line comment

We are learning PHP



A simple math.

X=30, Y=15, Z=X-Y=?

Z= 15


নবীনতর পূর্বতন