আর টাকা দিয়ে কথা বলতে হবে না।এখন থেকে ফ্রিতে কথা বলতে পারবেন তাও আবার নাম্বার গোপন করে ৬ টি দেশের নাম্বার দিয়ে।এছাড়াও নিতে পারবেন মোবাইল Recharge।(মাত্র 6 mb এর APP দিয়ে)

এর বিশেষ বৈশিষ্ট গুলো হলো :

★এটির বেলেন্স পাবেন আপনি বাংলাদেশি
টাকায়। ★অন্যান্য সফটওয়্যার সবই 20 mb+,
★শুধু মাত্র এটিই মাত্র 6 mb।
★রেজিস্ট্রি করলেই আপনি পাবেন
বাংলাদেশি কারেন্সি তে ১০ টাকা।
★এর মাধ্যমে আপনি আপনার নাম্বার গোপন
করে ৬ টি দেশের নাম্বার করে যে কাউকে
ফোন করতে পারবেন।
★বাংলাদেশ থেকেয় কোন অনলাইন একাউন্ট
যেমন (Master CarD,Paypal,Payza) ছাড়ায়
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড DBBL
একাউন্ট এর মাধ্যমে এই সফটওয়্যার এ
টাকা এড করতে পারবেন।
★এই সফটওয়্যার থেকে আপনি যে কোন
নাম্বারে রিচারজ করতে পারবেন।

অনেক তো বললাম,এখন চলুন কাজে চলে যায়।

স্টেপ বাই স্টেপ দিচ্ছি।

১ : প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে ফেলুন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২:এখন আপনার ফোন থেকে সফটওয়্যার টি ওপেন
করুন।
৩: আপনার নাম্বার দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন।

এখন নিচের চিত্রের মতো ok বাটন চাপুন।

(আপনার ফওনে একটি কোড আসবে কোডটি দিন।
এখন আপনার আইডি এক্টিভ হয়ে যাবে)

৪:সবার উপরে দেখুন বাংলাদেশি টাকায় ফ্রি বেলেন্স
পেয়ে গেছেন,যা দিয়ে কল করতে পারবেন।

দাড়ান!কল করার আগে সেটিং টা ঠিক করে নিন
আর চাইলে বাংলাদেশ ছাড়াও বাকি ৬ টি দেশ
সিলেক্ট করে দিতে পারেন।যে দেশ দিবেন
সেই দেশের নাম্বার দিয়ে কল যাবে।
নিচের চিত্রের মত করে ফেলুন।




ফ্রি বেলেন্স তো শেষ এখন চলুন,কি করে
আপনার একাউন্ট এ বেলেন্স এড করবেন তা
দেখায়।

বেলেন্স এড করতে প্রথমে নিচের মত Recharge
এ ক্লিক করুন।


তার পর DBBL এ ক্লিক করুন।


এখন সেখানে দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
২৪ ঘন্টার মাঝে বেলেন্স এড হয়ে যাবে।

টাকা তো এড হলো।
এখন এত টাকা দিয়ে যদি কথা বলতে না চান তবে আপনি এখান থেকে আপনার ফোনে বা যে কারো ফোনে টাকা লোড করে দিতে পারেন।
এখন চলুন দেখায় কি করে সফটওয়্যার থেকে আপনার মোবাইলে রিচারজ করবেন।
প্রথমে মেনু তে গিয়ে Top up এ ক্লিক করুন।


এখন ইন্টারনেশনাল এ গিয়ে আপনার নাম্বার এমাউন্ট দিয়ে কনফার্ম করুন।
সাথে সাথে রিচারজ হয়ে যাবে।
অবশ্যই নাম্বারের আগে +880 দিয়ে নিবেন।

অনেক কথা হলো এখন নিজে চেষ্টা করুন।
আর সফটওয়্যার টি ব্যবহার এ কোন সমস্যা হলে
সেকানে এবাউট এ ক্লিক করে যোগাযোগ করুন।


ধন্যবাদ।
নবীনতর পূর্বতন