[Hot Post] আপনার MTk Chipset ফোনের জন্য TWRP Recovery তৈরি করুন Use PC By Shovo [নতুনদের জন্য]

আমরা অনেকে ফোন Custom Rom install করতে চায়। আর Custom Rom Install দিতে প্রথমে যেই জিনিশ টির দরকার সেটি হল যে কোন Custom Recovery like (CWM, TWRP, CTR…)
অনেক সময় Goggle ফোনের সময় ফোনের Recovery img টা পাওয়া যায়। বেশির ভাগ সময়ই পাওয়া যায় না।
তাই বলে কি আমরা বসে থাকবো।
মোটেও না। চলুন কিভাবে recovery বানানো যায় সেটা দেখি।
cwm recovery বানানোর অনেক পোস্ট আছে goggle
কিন্তু TWRP Recovery তৈরি করার জন্য কোন ভালো পোস্ট পায়নি।
তাই আজ আমি আপনাদের দেখাবো কি করে Twrp recovery বানানো যায়।
চলুন শুরু করা যাক।
★★★ যা যা লাগবে: ★★★
1 – MTK Phone Chipset- (MT6577, MT6572, MT6589,
MT6592, MT6595, MT6732,
MT6752, MT6582, MT6592 etc)
2- A USB cable
3- A PC
4- ABD Driver Download
5- The Easy Ultimate TWRP installer
★ For Jellybean – Download
★★For Kitkat – Download
★ধাপ-১ : Install দেওয়ার আগে প্রয়োজনীয় কাজ –
1. Enable USB debugging on your MTK mobile phone
2. ADB drivers installed on PC
3. Have stock firmware or a flash tool backup of your phone available
3. Rooted Phone
★ধাপ-২ : Install Twrp Recovery –
1- Download করা Twrp instller টি unzip করুন use winrar or winzip.
ইউ2- TWRP setup . exe file টিতে ক্লিক করুন। নিচের মত window আসবে। তখন “next” click করুন।
3- তারপর নিচের মত আরেক টি window আসবে। সেখানে “Yes” Click করুন।
4 – তারপর যে window টি আসবে সেখানে “start easy magic TWRP inataller for media tek” সিলেক্ট করে “OK” তে ক্লিক করুন।
5- পরের যে window টি আসবে সেখানে আপনাকে জিজ্ঞেসজ করবে কোন ধরনের port আপনি করতে চান….?
সেখান থেকে Auto port করার জন্য “Yes” এ ক্লিক করুন।
6- যদি এখন নিচের মত Window টি দেখতে পান তাহলে এখন আপনার ফোনটিতে USB Dubugging চালু করে আপনার PC তে connect করে একটু অপেক্ষা করুন। যখন দেখবেন আপনার ফোনটি সঠিকভাবে connected হয়েছে তখন “OK” তে ক্লিক করুন।
7- এরপর নিচের মত একটি window আসবে সেখানে আপনাকে জিজ্ঞেস করবে “Do you Have flipped recovery screen?
এখন আপনি “No” তে ক্লিক করুন।
8- কাজ গুলো করার সময় আপনার ফোনে Root permission চাইতে পারে। তখন Root permission দিবেন।
9- কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। অপেক্ষা করুন।
10- সব কিছু ঠিকঠাক করতে পারলে recovery install successfully করতে পারবেন।
11 – installing process শেষ হলে আপনার ফোন টি PC থেকে unplag করে shutdown করুন।
11 – তারপর Power button ও volume + অথবা volume – একসাথে চেপে ধরুন। আর দেখুন আপনার ফোন রিকুভারি মুডে চলে গেছে। আর তৈরি হয়ে গেল আপনার ফোনের TWRP recovery
ভুল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।
নবীনতর পূর্বতন