পি এইচ পি প্রোগ্রামিং এর ক্ষেত্রে
<?php দ্বারা পি এইচ পি কোডিং এর সূচনা নির্দেশ করা হয়; আর ?>
দ্বারা পি এইচ পি কোডিং এর সমাপ্তি নির্দেশ করা হয়। অর্থাৎ পি এইচ পি
তে লেখা সমস্ত প্রোগ্রামের কোড <?php ……………. ?> এর মধ্যে থাকে।
যেমন <?php echo "We are learning PHP."; ?> দ্বারা ব্রাউজারে We
are learning PHP. লেখাটি প্রদর্শিত হবে।
পি এইচ পি তে লেখা একটি বেসিক প্রোগ্রাম
<?php
echo "We are learning PHP.";
?>
echo "We are learning PHP.";
?>
উপরের কোডটুকু একটা nptepad এ লেখার
পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php
দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে
হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে
রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে
Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php
ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php
। আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা
ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে
ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।