বার কাউন্সিলের enrolment exam দেয়ার জন্য যা যা লাগবে বা করনীয়:যারা বার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য বিষয়গুলো জানা বেশি প্রয়োজন।

১. ৬ মাসের intimation.
Circular পাওয়ার পর:
২. বার কাউন্সিল বরাবর exam form fee বাবদ গোলাপী স্লিপে ৫০০/- টাকা এবং exam fee বাবদ blue স্লিপে ২৪০০/- টাকা জমা দিতে হবে।
৩. ‘জি’ ফর্মে ট্রেনর এডভোকেট হতে intimation সংক্রান্ত প্রত্যয়ন পত্র।
৪. ৫ টি ফৌজদারী ও ৫ টি ডেওয়ানি মামলার তালিকা।
৫. নিজ নিজ ট্রেনর এডভোকেট দ্বারা সকল educational certificate এবং marksheet এর এক কপি করে সত্যায়িত ফটোকপি।
৬. বিদেশী university এর certificate এর জন্য UGC কর্তৃক প্রদত্ত equivalency certificate জমা দিতে হবে।
৭. দুটি character certificate জমা দিতে হবে।
৮. ফর্ম ‘এ’ এর সাথে সংযুক্ত নমুনা ২০০/- টাকা মূল্যমানের স্ট্যাম্প পেপারে একটি এফিডেভিট।
৯. ৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের colour photograph.
১০. বার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
-সংগ্রহীত
12963733_1053050634767467_4186261576797756203_n
أحدث أقدم