ধর্ষণের সংজ্ঞা কি? এবং কোন কোন পরিস্থিতে ধর্ষণ হিসেবে গণ্য হবে?

rape
দন্ডবিধি আইনের ৩৭৫ ধারার বর্ণনানুযায়ী নিম্নলিখিত পাঁচটির যে কোন অবস্থায় কোন স্ত্রী লোকের সাথে যৌন সহবাস করলে সে ব্যক্তি ধর্ষণ করেছে বলে গণ্য হবে্।

নিম্নবর্ণিত অবস্থাসমূহ

(১) স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে।
(২) স্ত্রী লোকটির সম্মতি ব্যতিরেকে।
(৩) স্ত্রী লোকটির সম্মতিক্রমে, যে ক্ষেত্রে তাকে মৃত্যু বা আঘাতের ভয় প্রদর্শন করে সম্মতি আদায় করা হলে।
(৪) স্ত্রী লোকটির সম্মতিক্রেম, যে ক্ষেত্রে ধর্ষণকারী জানে যে,সে তার (স্ত্রী লোকটির) স্বামী নহে কিন্তু স্ত্রী লোকটি এ বিশ্বাসে সম্মতি দান করে যে, পুরুষটি এমন কোন লোক যার সাথে সে আইনানুগভাবে বিবাহিত বলে বিশ্বাস করে।
(৫) স্ত্রী লোকটির সম্মতিসহকারে বা সম্মতি ব্যতিরেকে যে ক্ষেত্রে স্ত্রী লোকটির বয়স ১৪ বছরের কম হবে।
নবীনতর পূর্বতন