মেইকআপ প্রেমীরা প্রায়ই ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে ছোটখাটো সমস্যায় ভোগেন। তবে এই ভুলগুলো কীভাবে এড়িয়ে চলা যায় তা অনেকেরই জানা নেই।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে ফাউন্ডেশন এবং এর সম্পৃক্ত
ভুলগুলো তুলে ধরা হয়। এছাড়া কীভাবে এই ভুলগুলো এড়িয়ে চলা যায় তা নিয়েও পরামর্শ দেওয়া
হয় ওই প্রতিবেদনে।
প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার: ফাউন্ডেশন ব্যবহারের আগে এর মূল উদ্দেশ্য কি, তা আগে জেনে নেওয়া জরুরি। ত্বকের খুঁত এবং রংয়ের অসামঞ্জস্যতা ঢেকে ফেলতেই মূলত ফাউন্ডেশন ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের স্বাভাবিক রং ঠিক রেখে খুঁত ঢেঁকে ফেলাই ফাউন্ডেশনের মূল কাজ। তবে অনেকে বেশি পরিমাণ ফাউন্ডেশন ব্যবহার করে ফেললে ত্বকের উপর আলাদা পরত মনে হয়। তাছাড়া ত্বকে ভালো মতো ফাউন্ডেশন না মিশিয়ে নিলেও দেখতে আলগা একটি ভাব থাকে। তাই অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে ভেজা স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে ত্বকে মিলিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন হলে আবার অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে।
সঠিক শেইড বাছাই: ফাউন্ডেশন ব্যবহারের উদ্দেশ্য ত্বকের খুঁত ঢেকে ফেলা, রং ফর্সা দেখানো নয়। তাই ত্বকের রংয়ের তুলনায় হালকা ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত হবে না। তাছাড়া ত্বকে হলুদ আভা বেশি নাকি গোলাপি- সেই দিকগুলোও বুঝে ফাউন্ডেশন বাছাই করা উচিত। তাই শেইড বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি শেইড থেকে নিজের ত্বকের জন্য উপযুক্ত শেইডটি বেছে নিতে হবে।
সঠিক ধরন বাছাই: ত্বকের ধরন ভেদে ফাউন্ডেশন বেছে নেওয়া অত্যন্ত জরুরি যা অনেকেরই অজানা। ফাউন্ডেশন বাছাইয়ের আগে তাই আপনার ত্বক কী ধরনের তা বুঝে নেওয়া উচিত। যেমন তৈলাক্ত ত্বকের জন্য যে ফাউন্ডেশন উপযোগী তা শুষ্ক ত্বকের জন্য বেমানান। তাই এই বিষয়গুলো মাথায় রেখে তবেই ফাউন্ডেশন বেছে নিতে হবে।
তাড়াহুড়া করবেন না: ফাউন্ডেশন কেনা কঠিন কাজ না হলেও বেশ বুদ্ধি খাটিয়ে এই কেনাকাটা শেষ করতে হয়। হুট করেই একটি ফাউন্ডেশন বেছে নিলে টাকা জলে যেতে পারে। তাই ফাউন্ডেশন বাছাইয়ের আগে কিছুদিন যাচাই বাছাই করে তবেই কিনুন। তাছাড়া দোকানে টেস্টার দেখে তবেই ফাউন্ডেশনের শেইড বেছে নিতে হবে।
প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার: ফাউন্ডেশন ব্যবহারের আগে এর মূল উদ্দেশ্য কি, তা আগে জেনে নেওয়া জরুরি। ত্বকের খুঁত এবং রংয়ের অসামঞ্জস্যতা ঢেকে ফেলতেই মূলত ফাউন্ডেশন ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের স্বাভাবিক রং ঠিক রেখে খুঁত ঢেঁকে ফেলাই ফাউন্ডেশনের মূল কাজ। তবে অনেকে বেশি পরিমাণ ফাউন্ডেশন ব্যবহার করে ফেললে ত্বকের উপর আলাদা পরত মনে হয়। তাছাড়া ত্বকে ভালো মতো ফাউন্ডেশন না মিশিয়ে নিলেও দেখতে আলগা একটি ভাব থাকে। তাই অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে ভেজা স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে ত্বকে মিলিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন হলে আবার অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে।
সঠিক শেইড বাছাই: ফাউন্ডেশন ব্যবহারের উদ্দেশ্য ত্বকের খুঁত ঢেকে ফেলা, রং ফর্সা দেখানো নয়। তাই ত্বকের রংয়ের তুলনায় হালকা ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত হবে না। তাছাড়া ত্বকে হলুদ আভা বেশি নাকি গোলাপি- সেই দিকগুলোও বুঝে ফাউন্ডেশন বাছাই করা উচিত। তাই শেইড বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি শেইড থেকে নিজের ত্বকের জন্য উপযুক্ত শেইডটি বেছে নিতে হবে।
সঠিক ধরন বাছাই: ত্বকের ধরন ভেদে ফাউন্ডেশন বেছে নেওয়া অত্যন্ত জরুরি যা অনেকেরই অজানা। ফাউন্ডেশন বাছাইয়ের আগে তাই আপনার ত্বক কী ধরনের তা বুঝে নেওয়া উচিত। যেমন তৈলাক্ত ত্বকের জন্য যে ফাউন্ডেশন উপযোগী তা শুষ্ক ত্বকের জন্য বেমানান। তাই এই বিষয়গুলো মাথায় রেখে তবেই ফাউন্ডেশন বেছে নিতে হবে।
তাড়াহুড়া করবেন না: ফাউন্ডেশন কেনা কঠিন কাজ না হলেও বেশ বুদ্ধি খাটিয়ে এই কেনাকাটা শেষ করতে হয়। হুট করেই একটি ফাউন্ডেশন বেছে নিলে টাকা জলে যেতে পারে। তাই ফাউন্ডেশন বাছাইয়ের আগে কিছুদিন যাচাই বাছাই করে তবেই কিনুন। তাছাড়া দোকানে টেস্টার দেখে তবেই ফাউন্ডেশনের শেইড বেছে নিতে হবে।