শিগগিরই আসছে নতুন নকিয়া ফোন


ছবি: অ্যান্ড্রয়েডচালিত নকিয়ার ফোন
২০১৭ সালের শুরুতে অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত স্মার্টফোন বাজারে এনে মোবাইল ফোনের বাজারে আবার ফিরতে পারে ফিনল্যান্ডের নকিয়া। ‘ডি ১ সি’ নামের নকিয়ার স্মার্টফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড নোগাট সংস্করণ। আনতুতু, গিকবেঞ্চের মতো বিভিন্ন বেঞ্চমার্ক সাইটে নকিয়া নতুন ফোনের তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন ফোনটি দুটি সংস্করণে বাজারে ছাড়বে নকিয়া। এর মধ্যে বেসিক বা সাধারণ সংস্করণটিতে থাকবে পলিকার্বনেট নামের শক্ত প্লাস্টিকের কাঠামো আর প্রিমিয়াম সংস্করণটি হবে ধাতব কাঠামোর। নতুন স্মার্টফোনের নকশা তৈরিতে স্যামসাং ও মটোরোলার মতো ফোনগুলোর অনুকরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে বলা যায়, স্যামসাং ও মটোরোলার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে নকিয়া।
নতুন ফোনে থাকবে ফুল এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর, অ্যাডরেনো ৫০৫ জিপিইউ। এতে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকবে। ফোনের প্রাইমারি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। তথ্যসূত্র: দ্য ইনকোয়ারার।
নবীনতর পূর্বতন