এখন থেকে FreeBasics-এর মাধ্যমে ফ্রীতে চালান Google+ (Plus) ব্যবহার করুন।

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন হ্যাঁ! আজকে আমি আপনাদের সাথে ফ্রিবেসিকসের মাধ্যমে ফ্রী অন্য ওয়েবসাইট চালানোর দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এর আগের টিউটোরিয়ালে শিখিয়েছিলাম কিভাবে ফ্রীবেসিকসের মাধ্যমে গুগল ফ্রীতে ব্রাউজ করা যায়। আজকে শিখাবো Google+ কিভাবে ফ্রীতে ব্রাউজ করবেন।
.
গুগলের মতো ফ্রীবেসিকসে গুগল প্লাসও এড করা নাই। তাই সাইটটিও ফ্রীতে ভিজিট করা সম্ভব না। গুগল প্লাসে ফ্রীতে ব্রাউজ করতে নিচের লিঙ্কে অনুসরণ করুন।
.
ফ্রীবেসিকসের মাধ্যমে গুগল প্লাসে ভিজিট করতে এখানে ক্লিক করুন .
গ্রামীণফোন, রবি এবং টেলিটক সিম দিয়ে ফ্রীবেসিকস ইউস করা যায়। অন্য সিম দিয়ে ইউস করা যায়না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন
নবীনতর পূর্বতন