ফেসবুক একাউন্ট হ্যাকের সহজ পদ্ধতি
সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা মজার বাপার নিয়ে বলব। ব্যাপারটা তেমন কিছুই না সুধুমাত্র মজা করার জন্য। অনেকেই ফেসবুক লগিন করার জন্য পাস ওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখে। কিন্তু যেহেতু পাসওয়ার্ড সেহেতু আপনি পাসওয়ার্ড এ কি কি অক্ষর আছে সেটা দেখা জায় না। আজকে দেখাবো কি করে অই পাস ওয়ার্ড দেখবেন। তবে আবারো বলি এটা সুধুমাত্র মজার জন্য। তাই এটি ব্যবহার করে পাস ওয়ার্ড জেনে কার ক্ষতি করবেন না।এটা শুধু পিসি ইউজারদের জন্য।যাই হক কাজের কথায় আসি। প্রথমে সেই পাস ওয়ার্ড সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করে inspect element এ ক্লিক করুন। না বুঝলে নিছের ছবি দেখুন।
ধন্যবাদ সকলে ভাল থাকুন,সুস্থ থাকুন।