নারীদের পোশাকের মাপ দর্জিদের না জানানো কি পরহেজগারিতা?


নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। 

জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২০১৫তম পর্বে নারীদের পোশাকের মাপ দর্জিদের না জানানো পরহেজগারিতা কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : নারীদের পোশাকের মাপ দর্জিদের না জানানোই কি পরহেজগারিতা?

উত্তর : এটি পরহেজগারিতার মধ্যে অন্তর্ভুক্ত—এ কথা কেউ বলেছেন বলে আমার জানা নেই। কারণ হচ্ছে, মাপ না দিলে আপনি পোশাক কীভাবে পরবেন? দর্জির কাছে আপনি পোশাক দেবেন। সে পোশাকের মাপ দেখে আপনার পোশাক তৈরি করবে। এটাকে পরহেজগারিতার বলার বিষয় শুদ্ধ নয়। 

কারণ, এত পরহেজগারিতা ইসলাম আমাদের শিক্ষা দেয়নি। তাতে আমরা অনেকটা বাড়াবাড়ির দিকে চলে যাব। যদি পরহেজগারিতার মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে তো আমরা পরার জন্য পোশাকও তৈরি করতে পারব না। একটা মাপ তো থাকতে হবে, যেটার ওপর ভিত্তি করে পোশাকটি তৈরি করা হবে। এখন আপনি যদি মনে করেন, আপনার পোশাক এমনিতেই আন্দাজের ওপর তৈরি করবে—এ কথাটি শুদ্ধ নয়। বলা যেতে পারে একটু বাড়াবাড়ি এর মধ্যে আছে।

সূত্রঃ এনটিভি
নবীনতর পূর্বতন