[সুপার পোষ্ট] Robi-তে ফ্রি Tv দেখুন আপনার Android ফোনে। ১০০% কাজ করবে। ওনেক এপস-তো ব্যবহার করেন, এবার এটা ব্যবহার করে দেখোন।

আগেই বলে রাখি এই টিউন টি হয়ত
অনেকে যানেন,, যারা জানেন ভালো
কথা,, যারা জানেনা তাদের জন্য
আমার এই পোষ্ট লিখা।

অনেক কথা বলে ফেল্লাম, আর কথা
বাড়াবনা, এবার পোষ্টটে চলে জাই।
“চলুন এবার টিউন টি শুরু করি।


সবাই ভাল তো। আগের টিউন এ রবি তে ফ্রী
টিভি দেখবার কথা বলে ছিলাম। অনেকে
প্রশ্ন করেছে প্রমান কি? আমি ছোট্ট একটা
অ্যাপ সেয়ার করে ছিলাম ১এমবি।
যার মনে অনেক প্রশ্ন তারা রবিটিভি এর
ওয়েবসাইটঃ Robitv.mobi
তে জান এবং একদম উপরে লেখা আছে No
Data
Charges Applicable। অর্থাৎ রবি টিভি
দেখতে কোন ডাটা চার্জ লাগবে না। কিন্ত
টাকা দিয়া প্যাক কিনতে হয়।
আপনি যদিঃ FreeTV.apk আপ্পস তা ব্যবহার করেন তবে
আপনাকে টিভি প্যাক কিনতে হবে না।
যদি বিশ্বাস না হয় তবে আপটা ডাউনলোড করে
দেখেন। ফোনে টাকা রাখতে ভয় হলে টাকা
রাখবেন না। তবে ফোনের ব্যাকগ্রাউন্ড
ডাটা খরচের জন্য ১০-২০ এমবি একটা প্যাক
অ্যাক্টিভ করুন।
যদি কোন চ্যানেলের উপন ক্লিক করলে প্যাক
অ্যাক্টিভ
করতে বলে তবে আবার ব্যাকে এসে
পেজ পুরপুরি লোড না হয়া পর্যন্ত ক্লিক
করবেন না।
মানে সব চ্যানেলের ছবি না আসা
পর্যন্ত।
এখন এই Apps-টি নিচে থেকে ডাউনলোড করে নিন।

নোটিসঃ ডাউনলোড করার সময় যদি নিচের Photo এর মত আসে,
তাহলে প্রথমে Cancel এ ক্লিক করুন, তারপর আবার Download Link-এ ক্লিক করুন।


Robi Free Tv.apk এখান থেকে Download করুন।

তাহলে আর দেরি কেন, একটা মেগা প্যাক Acctive রাখুন ৭ দিন। ফ্রি
চালাইতে চাইলে সাপ্তাহিক প্যাক কিনুন।
আর ভয় পাবেন না মেগা কাটবে না।
আর যদি মেগা কাটে এর পর ও ফ্রি চলবে 0 মেগা তে।
ধন্যবাদ সবাইকে, পোস্ট টি পড়ার
জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট
করে, আপনার মূল্যবান মতামত টি
জানাবেন, কোনু ভুল হলে ছোট ভাই
হিসেবে ক্ষমা করবেন।
বিঃদ্রঃ কেউ ট্রাই না করে অযথা কমেন্ট করবেননা, আপনাদের সহজে বোঝার জন্য, স্ক্রিনশট সহ লিখেও দিলাম, সব সময় আমি নিজে ট্রাই করে তারপর পোষ্ট করি।
নবীনতর পূর্বতন