জারা আগে থেকেই এসব বিষয়ে পন্ডিত তাদের কে আমি বলব আপনার জন্য এই টিউন না তাই আপনার অমুল্য সময় নষ্ট করে টিউন টি না পড়ায় ভালো, আর যদিও পড়েন তাহলে বাজে টিউমেন্ট করবেন না প্লিজ।
তো চলুন শুরু করা জাক।
আমরা ও অনেকেই চাই যে আমাদের ও একটা নিজেস্ব ওয়েবসাইট বা ব্লগ থাকুক, আর তার সবথেকে ভালো একটা প্লাটফর্ম হলো WordPress কিন্তু এ জগতে জারা আসতে চান তারা কোনো হাতা মাথা খুজে পান না কোথা থেকে শুরু করবেন, তাই তাদের জন্য ভাই এর সহজ বাংলাই লেখা WordPress A to Z বই টা সেয়ার করলাম।
বই টি আমার সংগ্রহ করা, খুব ভালো লাগলো বই টি আসা করি আপনাদের ও ভালো লাগবে তাই ৬মেগাবাইটের এই বই টি ডাওনলোড করে দেখুন।
বই টি তে যা যা আছেঃ ওয়র্ডপ্রেস কি? ওয়র্ডপ্রেস এর ইতিহাস।
লোকাল কম্পিউটারে ওয়র্ডপ্রেস সেটাপ।
সফটাক্লাউস দিয়ে ওয়র্ডপ্রেস সেট।
ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরির মাধ্যমে ওয়র্ডপ্রেস সেটাপ।
এডমিন প্যনেল পরিচিতি।
প্রাথমিক সেটিং সুমহ।
প্রোফাইল আপডেট।
টিউন আপডেট।
পেজ আপ্ডেট।
বিভাগ পরিচালনা।
টিউমেন্ট পরিচালনা।
ওয়র্ডপ্রেস থিম ও প্লাগিন কি? থিম পরিচালোনা ও ইন্সটাল।
প্লাগিন পরিচালোনা ও ইন্সটাল।